এক প্রেসিডেন্টের কুকুর কামড়ে দিল আরেক প্রেসিডেন্টকে। মলদোভা সফরে গিয়ে কুকুরের কামড় খেতে হল অস্ট্রিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ফন দ্যার ব্যালেনকে।
মলদোভার গণমাধ্যম জানায়, বৃহস্পতিবার মলদোভার প্রেসিডেন্ট মায়া সান্দুর কুকুর ঘটিয়েছে এ অঘটন। প্রেসিডেন্টের বাসভবন প্রাঙ্গণে হাঁটাহাঁটির সময়, ব্যালেনের হাতে কামড় দেয় কুকুরটি। চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যেতে হয়েছে তাকে। মলদোভার পার্লামেন্টের স্পিকারের সঙ্গে পরে একটি বৈঠকে ব্যালেনের হাতে ব্যান্ডেজ বাঁধা থাকতে দেখা গেছে।
এ ঘটনায় ক্ষমা চেয়েছেন মলদোভার প্রেসিডেন্ট সান্দু। তিনি বলেন, আশেপাশে অনেক মানুষ দেখে ঘাবড়ে গেছে তার পোষা প্রাণীটি। শুক্রবার ইন্সটাগ্রামে একটি ভিডিও পোস্টে অস্ট্রিয়ার প্রেসিডেন্ট ব্যালেন কুকুরটির জন্য সহমর্মিতা প্রকাশ করেছেন।
তিনি লেখেন, “আমাকে যারা জানে তারা প্রত্যেকেই জানেন যে, আমি কুকুর কতটা ভালোবাসি। আমি তার উত্তেজনার বিষয়টি বুঝতে পারি।” মলদোভার প্রেসিডেন্ট মায়া সান্দু এবং তার অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ‘খুবই ভাল’ হয়েছে বলেও জানান তিনি।
ব্যালেন বলেন, মলদোভা সফরের শেষ দিনে তিনি কুকুরটিকে একটি ছোট্ট খেলনা উপহার দিয়েছেন।
ইউক্রেইন ও রোমানিয়ার সীমান্ত সংলগ্ন দেশ মলদোভা ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগ দেওয়ার চেষ্টা নিয়ে অস্ট্রিয়া এবং স্লোভেনিয়ার সঙ্গে আলোচনার আয়োজন করেছে। সে আলোচনায় অংশ নিতেই মলদোভা সফর করেন অস্ট্রিয়ার প্রেসিডেন্ট ব্যালেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post