এক ক্লিকেই সবকিছু হাজির ফোনের স্ক্রিনে। রাজ্যের সব সেবার ভাণ্ডার আছে গুগলে। গুগলের জনপ্রিয় ফিচার গুগল ম্যাপ এখন পুরোবিশ্বকে হাতের মুঠোয় এনে দিয়েছে। বিশ্বের কোনো শহর কিংবা রাস্তা এখন আর অচেনা নয়।
অপরিচিত কোনও জায়গায় যাওয়ার ক্ষেত্রে গুগল ম্যাপের সহায়তা নেন অনেকে। তবে ইন্টারনেট সংযোগ না থাকলে পড়তে হয় বিপাকে। এই সমস্যারও সমাধান আছে। এজন্য গুগল ম্যাপ ব্যবহার করতে আগে থেকেই ঠিকানা সেভ করে রাখতে হবে। তারপরই আপনি ইন্টারনেট সংযোগ ছাড়াও ঠিকানা খুঁজতে পারবেন।
গুগল নতুন এক ফিচার যুক্ত করেছে ‘গুগল ম্যাপস অফলাইন’। এর ফলে বিশেষ করে কেউ যদি এমন কোনো স্থানে যাওয়ার পরিকল্পনা করেন, যেখানে ভালো নেটওয়ার্ক কভারেজ না পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং ইন্টারনেট পরিষেবাও পাওয়া সম্ভব নয়। আবার অনেক সময় কারও ফোনের মোবাইল ডাটা শেষ হয়ে গেলেও এই ফিচার ব্যবহার করা সম্ভব।
অফলাইনে গুগল ম্যাপস ব্যবহারের জন্য প্রথমে গুগল ম্যাপসের ডানদিকের ওপরের অংশে থাকা প্রোফাইল ছবিতে ট্যাপ করে অফলাইন ম্যাপস অপশন নির্বাচন করতে হবে। এরপর ‘সিলেক্ট ইউর ওন ম্যাপ’ অপশনে ক্লিক করে আপনার প্রয়োজনীয় এলাকার ম্যাপ নির্ধারণ করতে হবে। জুম করে নির্দিষ্ট এলাকাও নির্ধারণ করা যাবে।
এই অফলাইন ম্যাপ আবার ১৫ দিনের মধ্যেই এক্সপায়ার হয়ে যায়। তাই দ্রুত ডাউনলোড করা সেই ম্যাপটি আপডেট করে নিতে হবে। আর যদি আপনার ডিভাইসটিতে ইন্টারনেট সংযোগ থাকে তাহলে এক্সপায়ার হওয়ার পর গুগল ম্যাপ সেই এরিয়া স্বয়ংক্রিয়ভাবে আপডেট করে দেয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post