ওমানের সিভিল এভিয়েশন অথরিটি (সিএএ) শুক্রবার (১৭ নভেম্বর) ভারি বৃষ্টিপাত ও বজ্রপাত হওয়ার পূর্বাভাসের জন্য জরুরি আবহাওয়া সতর্কতা জারি করেছে। এই অপ্রত্যাশিত বজ্রপাত ও ভারি বৃষ্টিপাতের কারণে শুক্রবার (১৭ নভেম্বর) মুসান্দাম সহ আল বুরাইমি, উত্তর আল বাতিনা, দক্ষিণ আল বাতিনা, আল দাখিলিয়া, এবং আল হাজর পর্বতমালা সংলগ্ন অঞ্চলের গভর্নরেটগুলিতে জরুরি আবহাওয়া সতর্কতা জারি করেছে। এই অপ্রত্যাশিত ভারি বৃষ্টিপাত ধীরে ধীরে মাস্কাট শহরের দিকে প্রসারিত হতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর।
সিভিল এভিয়েশন অথরিটি (সিএএ) এক বিবৃতিতে বলেন, “এই ভারি বৃষ্টিপাতে ‘ওয়াদিস’ (ফ্ল্যাশ ফ্লাড) অতিক্রম না করা এবং নিচু এলাকাগুলি এড়িয়ে চলাচলের সতর্কতা অবলম্বন করার জন্য সকলকে অনুরোধ রইল।”
সতর্কতা:
১. অপ্রত্যাশিত ভারি বৃষ্টিপাত ২০-৮০ মিলিমিটারের মধ্যে হতে পারে যা আকস্মিক বন্যা (ওয়াদিস) হতে পারে।
২. ঝড়ে বাতাসের গতি (২৮-৫৬কিমি/ঘন্টা) সহ শক্তিশালী বজ্রপাত হতে পারে।
সিএএ আরও বলেছে, মুসান্দাম, আল বুরাইমি, উত্তর আল বাতিনাহ এবং আল ধহিরার গভর্নরেটের উপর ভারি বৃষ্টিপাতের মেঘ প্রবাহিত হচ্ছে এবং তা তীব্রতর দিকে এগোচ্ছে , আগামী ঘন্টাগুলিতে বিভিন্ন তীব্রতার বৃষ্টির সহ বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ আল শারকিয়াহ, আল উস্তা এবং ধোফার গভর্নরেটের কিছু অংশে নিম্ন মেঘ তৈরি হয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post