বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে সরকারের দেওয়া আড়াই শতাংশ প্রণোদনা চালু রয়েছে। এর সঙ্গে এবিবি ও বাফেদার যৌথ উদ্যোগে আরও অতিরিক্ত আড়াই শতাংশ যোগ করার যে সিদ্ধান্ত নেয়া হয়েছে তা বাস্তবায়নের দাবি জানিয়েছে এনআরবি সিআইপি এসোসিয়েশন। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে পাঠানো এসোসিয়েশনের সভাপতি মাহতাবুর রহামান এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এই দাবি জানানো হয়।
বলা হয়, সরকারের দেয়া আড়াই শাতাংশ প্রণোদনার সাথে বাণিজ্যিক ব্যাংক গুলোর অতিরিক্ত আড়াই শতাংশ প্রণোদনার সিদ্ধান্ত প্রবাসীদের জন্য পরম আনন্দের সংবাদ। তবে বাংলাদেশ ব্যাংক এর নির্দেশনা না থাকায় অনেক বাণিজ্যিক ব্যাংক প্রবাসীদের বর্ধিত প্রণোদনার অংশ দিতে অস্বীকৃতি জানাচ্ছে।
তাই চিঠিতে জটিলতা সমাধানে এ বিষয়ে বাংলাদেশ ব্যাংককে উদ্যোগ নেয়ার আহ্বান জানানো হয়। তবে চিঠি প্রাপ্তির ১০ দিন পার হলেও এখনো এ বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ নেয়নি বাংলাদেশ ব্যাংক। সিদ্ধান্ত জানানোর অর্ধমাস পার হলেও বাস্তবায়ন না হওয়ায় হতাশা প্রকাশ করছেন মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশের প্রবাসীরাও।
এদিকে দেশের চলমান ডলার সংকট কমাতে বাড়তি প্রণোদনার এই সিদ্ধান্ত বাস্তবায়নে দীর্ঘদিন ধরেই চেষ্টা চালাচ্ছে এনআরবি সিআইপি এসোসিয়েশন। আর এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে ইতিবাচক পদক্ষেপ নেয়া হলে বৈধ পথে রেমিট্যান্সের প্রবাহ আরও বাড়বে বলেও মনে করে প্রবাসীদের শীর্ষ এই সংগঠন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post