ওমানে মহামারী করোনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড করেছে আজ। সোমবার (১৭-আগস্ট) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন ১৬ জনের মৃত্যুর খবর জানানো হয়। স্বাস্থমন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে দেশটিতে গত ২৪ ঘণ্টায় মাত্র ১৪০ জন আক্রান্ত ব্যক্তি সনাক্ত করেছে। যা গত এক মাসের সর্বনিম্ন। এখন পর্যন্ত মোট আক্রান্ত ৮৩,২২৬ জন এবং সুস্থ হয়ে ঘরে ফিরে গেছেন ইতিমধ্যেই ৭৭,৮১২ জন। যা মোট আক্রান্তের ৯৩.৫ শতাংশ রোগী এখন সুস্থ।
আরো পড়ুনঃ ওমানে ভিক্ষা করলে এক বছরের জেল
দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন আরো ১৬ জনের মৃত্যুর সংবাদ দিয়েছে মন্ত্রণালয়। এখন পর্যন্ত ওমানে মোট মৃত্যুর সংখ্যা ৫৮৮ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ৫৪ জন। এখন পর্যন্ত হাসপাতালে সর্বমোট চিকিৎসাধীন আছেন ৪৬০ জন এবং এদের মধ্যে ১৫০ জনের অবস্থা আশংকাজনক। বর্তমানে এই ১৫০ জনকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ) তে রাখা হয়েছে। সূত্র : স্বাস্থ্য মন্ত্রণালয়।
এদিকে বাংলাদেশে দেশে ফের বেড়েছে করোনায় মৃত্যু এবং আক্রান্ত। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৫৯৫ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ২ লাখ ৭৯ হাজার ১৪৪ জন। এছাড়া আক্রান্তদের মধ্যে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৬৯৪ জন। এদের মধ্যে ২৫ জন পুরুষ এবং ৭ জন নারী।
আরো পড়ুনঃ ইসরাইল-আমিরাত চুক্তিকে সমর্থন দিলো ওমান
সোমবার (১৭ আগস্ট) দুপুরে করোনাভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৬৪১ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৬০ হাজার ৫৯১ জন। এর একদিন আগে রোববার (১৬ আগস্ট) দেশে করোনাভাইরাস শনাক্ত হয় আরও ২ হাজার ২৪ জনের দেহে। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ৩২ জন।
এদিকে করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, সোমবার (১৭ আগস্ট) সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭ লাখ ৭৩ হাজার ৬৫ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ১৮ লাখ ২৫ হাজার ৬০১ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ৪৫ লাখ ৫৯ হাজার ৬৩১ জন।
আরো পড়ুনঃ চারমাসে ওমান ছেড়েছে ২৩ হাজার বাংলাদেশি প্রবাসী
বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ১ লাখ ৭৩ হাজার ১২৮ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে, ৫৫ লাখ ৬৬ হাজার ৬৩২ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে। আর আক্রান্ত ও মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩৩ লাখ ৪০ হাজার ১৯৭ জন। এবং এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৭ হাজার ৮৭৯ জন।
মৃতের সংখ্যায় ব্রাজিলের পরেই আছে মেক্সিকো। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৬ হাজার ৭৫৭ জন। আক্রান্ত হয়েছেন ৫ লাখ ২২ হাজার ১৬২ জন। করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে উঠে এসেছে ভারত। দেশটিতে করোনায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৬ লাখ ৪৭ হাজার ৩১৬ জন। মৃত্যুর দিক থেকে চতুর্থ অবস্থানে আছে দেশটি। এখন পর্যন্ত মারা গেছেন ৫১ হাজার ৪৫ জন।
আরো পড়ুনঃ বাংলাদেশ থেকে যারা ওমান যেতে পারবেন
আক্রান্তের দিক থেকে চতুর্থ অবস্থানে আছে রাশিয়া। দেশটিতে আক্রান্ত ৯ লাখ ২২ হাজার ৮৫৩ জন। আর মৃতের সংখ্যা ১৫ হাজার ৬৮৫ জন। সুস্থতার দিক থেকেও প্রথম অবস্থানে আছে যুক্তরাষ্ট্র (২৯ লাখ ২২ হাজার ৭২৪ জন), দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল (২৪ লাখ ৩২ হাজার ৪৫৬ জন), এবং তৃতীয় অবস্থানে আছে ভারত (১৯ লাখ ১৮ হাজার ৭৬ জন)।
আরো দেখুনঃ ওমান থেকে এবং দেশ থেকে যারা বিশেষ ফ্লাইটের টিকেট পাবেন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post