লটারি জেতার ইমেইল প্রতারণা ভেবে প্রত্যাখান করেছিলেন এক ব্যক্তি। পরে ওই লটারি জয়ের কারণে ৪ লাখ ডলার ( বাংলাদেশি মুদ্রায় ৪৪ কোটি ৩০ লাখ টাকা) জিতেছেন তিনি। যুক্তরাষ্ট্রের মিশিগানের এক ব্যক্তির সঙ্গে সম্প্রতি এমন প্রত্যাশিত ঘটনা ঘটেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, অনলাইন গেমিং কার্যক্রমের মাধ্যমে যুক্তরাষ্ট্রের মিশিগানের এক ব্যক্তি লটারিতে অংশ নেন। পরে ওই লটারি জেতার খবরটি ইমেইলে আসলে প্রতারণা ভেবে প্রত্যাখান করেন তিনি।
লটারি জয়ী ওই ব্যক্তি জানান, লটারি কার্যক্রমে অংশ নিতে তিনি খুব কম পরিমাণ অর্থ দিয়েছিলেন। এ জন্য তিনি বিষয়টি বুঝতেই পারেননি। তবে পুরো বিষয়টি যাচাই করার পর অবাক হয়ে যান ওই ব্যক্তি।
যুক্তরাষ্ট্রের মিশিগানে সরকারি স্কুলের জন্য ফান্ড সংগ্রহ করতে এ লটারির আয়োজন করে। মিশিগান লটারি কর্তৃপক্ষ জানায়, ৬৭ বছর বয়সী ওই ব্যক্তি গত ১১ অক্টোবরে হওয়া লটারির ড্রতে ৪ লাখ ১৬ হাজার ৩২২ ডলার জেতেন। তিনি অনলাইনে জ্যাকপট গেমের মাধ্যমে লটারি কার্যক্রমে অংশ নেন।
এত অর্থ জেতার অনুভূতি জানাতে গিয়ে ওই বৃদ্ধ বলেন, আমি অনলাইনে অনেক গেম খেলি। তবে এ বিষয়ে আমার ধারণা ছিল না। আমার এখনও বিশ্বাস হচ্ছে না। সম্প্রতি লটারি জয়ী ওই ব্যক্তি লটারি কর্তৃপক্ষের কাছ থেকে পুরস্কারের অর্থ বুঝে পেয়েছেন। তিনি জানিয়েছেন, এই অর্থ তিনি কিছু পরিবারকে দেবেন এবং বাকিটা জমিয়ে রাখবেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post