ওমানে করোনাভাইরাসে প্রবাসীদের তুলনায় প্রায় দ্বিগুণ মারা গেছে দেশটির ওমানি নাগরিক। স্বাস্থ্য মন্ত্রণালয়ের করোনাভাইরাস মনিটরিং অ্যাপ্লিকেশন তারাসুদ এই তথ্য নিশ্চিত করেছে। তারাসুদের রবিবারের তথ্য অনুসারে এই রোগে ওমানে এখন পর্যন্ত মারা গিয়েছেন ৫৭২ জন। যাদের মধ্যে ওমানি নাগরিকের সংখ্যা ৩৮২ ও প্রবাসী নাগরিকের সংখ্যা ১৯০।
আরো পড়ুনঃ চারমাসে ওমান ছেড়েছে ২৩ হাজার বাংলাদেশি প্রবাসী
পরিসংখ্যানে আরো দেখা যায় যে, করোনা ভাইরাসের কারণে যারা মারা গিয়েছেন তাদের বেশিরভাগের বয়স ৬০ বছর (৩২৬ জন) বয়সের বেশি। বাকি ২৪৬ জনের বয়স ১৫ থেকে ৫৯ বছরের মধ্যে। এখন পর্যন্ত করোনায় মারা যাওয়ার তিন-চতুর্থাংশ লোক (৪৩০) জন পুরুষ ও ১৪২ জন মহিলা।
আরো পড়ুনঃ বাংলাদেশ থেকে যারা ওমান যেতে পারবেন
এলাকাভিত্তিক প্রবাসী মৃত্যুর তালিকার দিকে খেয়াল করলে দেখা যায় যে, মারা যাওয়ার ২৩০ জন নাগরিক বাস করতেন মাস্কাটে। উত্তর আল বাতিনাতে ১৩১ জন, দক্ষিণ বাতিনাতে ৮২ জন, দক্ষিণ আল শারকিয়াতে ৩৮ জন, আল দখিকিলিয়াতে ২৯ জন, ধোফার অঞ্চলে ১৯ জন, উত্তর শারকিয়াতে ১২ জন ও ধাহিরাতে ৬ জন, আল ওস্তায় ৩ জন ও বুড়াইমিতে ১২ জনের মৃত্যুর তথ্য পাওয়া গিয়েছে। তবে মুসান্দামে এখন পর্যন্ত কোনও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
আরো দেখুনঃ ওমান থেকে এবং দেশ থেকে যারা বিশেষ ফ্লাইটের টিকেট পাবেন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post