ওমানে শ্রমিকদের বিনা বেতনে ছুটিতে যেতে বাধ্য করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন জেনারেল ফেডারেশন অফ ওমান ওয়ার্কার্স (জিএফওডাব্লিউ)। রবিবার (১৬-আগস্ট) সংগঠনের বরাত দিয়ে টাইমস অব জানিয়েছে যে, গত ওমান পাঁচ দিনের ব্যবধানে শ্রমিকদের অধিকার লঙ্ঘনের ৫ টি অভিযোগ পত্র গ্রহণ করেছে জিএফওডাব্লিউ।
আরো পড়ুনঃ বাংলাদেশ থেকে যারা ওমান যেতে পারবেন
ফেডারেশন জানিয়েছে, গ্রহণকৃত প্রতিটি অভিযোগপত্রের প্রধান কারণ মজুরি কাটা, শ্রমিকদের বকেয়া বেতন না দিয়েই ছুটিতে পাঠানো, বার্ষিক ছুটির টাকা না দেওয়াসহ বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর মতো অভিযোগ রয়েছে। ফেডারেশনের তথ্য অনুসারে, গত ৯ আগস্ট থেকে ১৩ আগস্ট পর্যন্ত এই অভিযোগপত্রগুলো গ্রহণ করেন তারা। এদিকে গত তিন বছরে ওমানে চার লাখ প্রবাসী কমেছে বলে জানিয়েছে ওমানের জাতীয় পরিসংখ্যান ও তথ্য কেন্দ্রের (এনসিএসআই)। জাতীয় পরিসংখ্যানের তথ্য অনুযায়ী, গত একমাসে ৯৬ হাজারের বেশি প্রবাসী ওমান ছেড়ে নিজ দেশে ফেরত গিয়েছে।
আরো পড়ুনঃ চারমাসে ওমান ছেড়েছে ২৩ হাজার বাংলাদেশি প্রবাসী
এনসিএসআই এক বিবৃতিতে জানিয়েছে যে, “জনসংখ্যার শতকরা হারের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী দেখায় যে, দেশটিতে ওমানি নাগরিকের সংখ্যা শতকরা ৬০.৬০ শতাংশে পৌঁছেছে। যার অর্থ দাড়ায় ১৫ ই আগস্ট পর্যন্ত দেশটিতে প্রবাসী নাগরিকের সংখ্যা ১৭ লাখ ৭৫ হাজার ৫৭৭ জন বা ৩৯.৪০ শতাংশ। এর বিপরীতে দেশটিতে ওমানি নাগরিকের সংখ্যা ২৭ লাখ ২৮ হাজার ৭২৪ জন বা ৬০.৬০ শতাংশ। গত দুই মাস আগেও ওমানে প্রবাসীর শতকরা হার ছিলো ৪০.৮ শতাংশ অর্থাৎ ১৮ লাখ ৭২ হাজার ১৭০ জন। গত এক মাসে প্রায় ৯৬ হাজার ৫৯৩ জন প্রবাসী ওমান ছেড়েছে।
আরো দেখুনঃ ওমান থেকে এবং দেশ থেকে যারা বিশেষ ফ্লাইটের টিকেট পাবেন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post