ওমানে গত এক মাসের মধ্যে সর্বনিম্ন আক্রান্ত হয়েছে আজ। রবিবার (১৬-আগস্ট) ওমান স্বাস্থমন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে দেশটিতে গত ২৪ ঘণ্টায় মাত্র ১৬২ জন আক্রান্ত ব্যক্তি সনাক্ত করেছে। যা গত এক মাসের সর্বনিম্ন। এখন পর্যন্ত মোট আক্রান্ত ৮৩,০৮৬ জন এবং সুস্থ হয়ে ঘরে ফিরে গেছেন ইতিমধ্যেই ৭৭,৬৮০ জন। যা মোট আক্রান্তের ৯৩.৬ শতাংশ রোগী এখন সুস্থ। ওমানে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৫৭২ জন।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ৪০ জন। এখন পর্যন্ত হাসপাতালে সর্বমোট চিকিৎসাধীন আছেন ৪৬৬ জন এবং এদের মধ্যে ১৫১ জনের অবস্থা আশংকাজনক। বর্তমানে এই ১৫১ জনকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ) তে রাখা হয়েছে। সূত্র : স্বাস্থ্য মন্ত্রণালয়।
আরো পড়ুনঃ চারমাসে ওমান ছেড়েছে ২৩ হাজার বাংলাদেশি প্রবাসী
এদিকে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ২ হাজার ২৪ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ২ লাখ ৭৬ হাজার ৫৪৯ জন। এছাড়া আক্রান্তদের মধ্যে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৬৫৭ জন। এদের মধ্যে ২৫ জন পুরুষ এবং ৭ জন মহিলা। রোববার (১৬ আগস্ট) দুপুরে করোনাভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৩১৫ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৫৮ হাজার ৯৫০ জন।
আরো পড়ুনঃ ওমানে ভিক্ষা করলে এক বছরের জেল
এদিকে বিশ্বব্যাপী করোনার আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের রোববার (১৬ আগস্ট) দুপুরের তথ্য অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭ লাখ ৬৯ হাজার ৯ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ১৬ লাখ ১৮ হাজার ২৯০ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ৪৩ লাখ ৩৪ হাজার ৩৩২ জন। বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ১ লাখ ৭২ হাজার ৬০৬০জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে, ৫৫ লাখ ২৯ হাজার ৭৮৯ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে।
আরো পড়ুনঃ ওমান প্রবাসীদের সুখবর দিলো আল সাফার ট্রাভেল
আর আক্রান্ত ও মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩৩ লাখ ১৭ হাজার ৮৩২ জন। এবং এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৭ হাজার ২৯৭ জন। মৃতের সংখ্যায় ব্রাজিলের পরেই আছে মেক্সিকো। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৬ হাজার ৫৪৩ জন। আক্রান্ত হয়েছেন ৫ লাখ ১৭ হাজার ৭১৪ জন।
আরো পড়ুনঃ বাংলাদেশ থেকে যারা ওমান যেতে পারবেন
করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে উঠে এসেছে ভারত। দেশটিতে করোনায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২৫ লাখ ৯০ হাজার ৫০১ জন। মৃত্যুর দিক থেকে চতুর্থ অবস্থানে আছে দেশটি। এখন পর্যন্ত মারা গেছেন ৫০ হাজার ৯৯ জন। আক্রান্তের দিক থেকে চতুর্থ অবস্থানে আছে রাশিয়া। দেশটিতে আক্রান্ত ৯ লাখ ১৭ হাজার ৮৮৪ জন। আর মৃতের সংখ্যা ১৫ হাজার ৬১৭ জন। সুস্থতার দিক থেকেও প্রথম অবস্থানে আছে যুক্তরাষ্ট্র (২৯ লাখ ১৮৮ জন), দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল (২৪ লাখ ৪ হাজার ২৭২ জন), এবং তৃতীয় অবস্থানে আছে ভারত (১৮ লাখ ৬২ হাজার ৬৬৫ জন)।
আরো দেখুনঃ ওমান থেকে এবং দেশ থেকে যারা বিশেষ ফ্লাইটের টিকেট পাবেন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post