ওমানের আল দাখিলিয়া প্রদেশের বালখি এলাকার একটি ডাউজ ফার্মে ভয়াবহ আগুন লাগে। আগুনে ফার্মের বিশাল এলাকা জুড়ে থাকা ডাউজ গাছ পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীদের দীর্ঘ সময়ের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে ফার্মের বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, আগুনের সূত্রপাত নিশ্চিতভাবে জানা যায়নি। আগুনে ফার্মের ডাউজ গাছ ছাড়াও কিছু পশুপাখিও পুড়ে মারা গেছে। ফার্মের মালিকের আর্থিক ক্ষতিও ব্যাপক।
ওমানের কৃষি মন্ত্রণালয় আগুনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা আগুন লাগার কারণ তদন্ত করছেন।
সিডিএএ একটি বিবৃতিতে বলেছে: “আল দাখিলিয়াহ গভর্নরেটের সিভিল ডিফেন্স এবং অ্যাম্বুলেন্স বিভাগের অগ্নিনির্বাপক দলগুলি নিজওয়াতে কৃষি ফার্মে আগুন নেভাতে সক্ষম হয়েছিল, কোনো হতাহতের ঘটনা রেকর্ড ছাড়াই।”
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post