সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। শনিবার রিয়াদের ওয়াদি আল দাওয়াছির এলাকায় গাড়ি উল্টে তাদের মৃত্যু হয়। নিহত দুই প্রবাসী ফারদিন খান ও রাশেদের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর উপজেলায়। সোমবার উপজেলার সলিমাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহীদুল ইসলাম অপু গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সংসারের একমাত্র উপার্জন ব্যক্তি মো. ফারদিন খান। বাবা ধার-দেনা করে প্রবাসে পাঠিয়েছে। মৃত্যুর খবর শুনেই বৃদ্ধ বাবা-মা বিলাপ করে নানা স্মৃতির কথা বলছেন। অনেক আশায় বিদেশে পাড়ি জমান ফারদিন। ইউপি চেয়ারম্যান বলেন, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সকল কাগজ পাঠানো হয়েছে। মরদেহ আসতে আরও ২০ থেকে ২৫ দিন সময় লাগতে পারে।
জানা যায়, কাজে যাওয়ার সময় গাড়ি উল্টে গিয়ে তারা নিহত হয়। বর্তমানে মরদেহ ওয়াদি দাওয়াছির জেনারেল হাসপাতালের মর্গে রাখা আছে। আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে দ্রুতই তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করার চেষ্টা চলছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post