ওমানে কুইন্স রোদি বিশ্ববিদ্যালয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত সংবাদ মিথ্যা ও বানোয়াট বলে একটি বিবৃতি প্রকাশ করেছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। অনলাইনে জারি করা একটি বিবৃতিতে বলা হয়েছে: “কুইন্স রোদি বিশ্ববিদ্যালয়ের বৃত্তি জমা দেওয়ার বিষয়ে সোশ্যাল মিডিয়ায় যে সংবাদ প্রচারিত হচ্ছে তা ভুয়া ও বানোয়াট। এই সংবাদ মন্ত্রণালয় জারি করেনি। রবিবার (১৬-আগস্ট) ওমানের বিভিন্ন জাতীয় গণমাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই সংবাদ প্রচার করেছে।
আরো পড়ুনঃ ওমানের ৯টি গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগ দিলেন সুলতান
বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের জন্য প্রস্তাবিত শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা ও অধ্যয়নের পুরো সময়ের উপস্থিতিতে বা অনলাইন লার্নিং সিস্টেমে রয়েছে কিনা এই বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি শিক্ষা মন্ত্রণালয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে যা প্রচার হচ্ছে তা সম্পূর্ণ ভুল তথ্য।”
আরো পড়ুনঃ বাংলাদেশ থেকে যারা ওমান যেতে পারবেন
মন্ত্রণালয় শিক্ষার্থীদের অধ্যয়নের জন্য প্রস্তাবিত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের তথ্য প্রাপ্তির প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে। ওমানে ও ওমানের বাইরের বিশ্ববিদ্যালয়গুলিতে পড়াশোনা চালিয়ে যাওয়ার প্রক্রিয়া ও সেই বিষয়ে বিস্তর জানার বিষয়ে জোর দিয়েছিল। কারণ দেশটির শিক্ষা মন্ত্রণালয় চায় শিক্ষার্থীদের অধিকার রক্ষা।
আরো দেখুনঃ ওমান থেকে এবং দেশ থেকে যারা বিশেষ ফ্লাইটের টিকেট পাবেন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post