ওমানে মহামারী করোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে একের পর এক নানা পদক্ষেপ নিচ্ছে দেশটির সরকার। ইতিমধ্যেই ওমানে করোনা নিয়ে জাতীয় জরীপ চালাচ্ছে ওমান সরকার। জাতীয় জরিপের প্রথম ধাপ শেষে আজ (১৬ আগস্ট) থেকে ওমানের জাতীয় সিরিওলজিকাল জরিপের দ্বিতীয় পর্ব শুরু হয়েছে।
মূলত ওমানে কোন বয়সের লোক বেশি আক্রান্ত তা নির্ণয় করাই এই সমীক্ষার প্রধান লক্ষ্য। এছাড়াও পরীক্ষাগারে নিরীক্ষিত টেস্টগুলো পর্যবেক্ষণ করা, দেশের কোন স্তরে বেশি সংক্রমিত হয়েছে তার মাত্রা নির্ণয় করা ও লক্ষণ ছাড়াই সংক্রমণের হার এবং সংক্রমণের সংখ্যা নির্ণয় করা। এই রোগের মাত্রার উপর নির্ভর করে জীবনযাত্রার মান কীভাবে প্রভাবিত হয় তা নির্ধারণ করা ও মহামারী ছড়িয়ে পড়ার পর তার প্রভাবগুলি মূল্যায়ন সহ বেশকিছু বিষয়ের উপর নির্ভর করে এই জরীপ পরিচালনা করছে ওমান সরকার।
আরো পড়ুনঃ ওমানে প্রবাসীদের জন্য কঠোর আইন
ওমানে মহামারী করোনার প্রতিক্রিয়া পরবর্তী সময়ের জন্য জাতীয় কৌশলের অংশ হিসাবে করোনার প্রকোপ নির্ধারণে সহায়তা করার জন্য জাতীয় সিরিওলজিকাল জরিপটি গত ১২ জুলাই প্রথম চালু হয়েছিল। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে যে, চারটি পর্ব নিয়ে গঠিত জরিপটি পর্যায়ক্রমে পরিচালিত হচ্ছে। প্রতিটি পর্ব পাঁচ দিন করে চলবে। আগামী ১০ সপ্তাহের মধ্যে দুই সপ্তাহ পর পর এই পর্বগুলোর কাজ শুরু হবে। মাঠপর্যায়ে বিভিন্ন চ্যালেঞ্জ কাটিয়ে এবং জরিপ প্রক্রিয়াটি যেভাবে পরিকল্পনা করা হয়েছিল সেইভাবে পরিচালনা করার চেষ্টা করা হচ্ছে।
আরও পড়ুনঃ প্রবাসীদের বিষয়ে সংসদে যা বললেন প্রধানমন্ত্রী
প্রথম পর্ব জরিপের জন্য প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করা হয়েছে। সকলের ডায়াগনস্টিক পরীক্ষা করা হয়েছে। এখন ফলাফল বিশ্লেষণের চূড়ান্ত কাজ চলছে। ডিজিটাল জেনারেল অফ ডিজিজ সার্ভিলেন্স অ্যান্ড কন্ট্রোল প্রথম পর্বের ফলাফলের বিষয়ে বিস্তারিত প্রতিবেদন তৈরি করবে। পরিকল্পনা অনুসারে রোগের প্রবণতা নির্ধারণের জন্য পরবর্তী ধাপগুলি সম্পন্ন করা হবে। ওমানে পবিত্র ঈদুল আজহার ছুটির কারণে দ্বিতীয় ধাপের জরীপ কার্যক্রমের সময় কিছুটা পরিবর্তন করা হয়েছে বলে জানানো হয়েছে।
আরও পড়ুনঃ রেমিট্যান্সের রেকর্ড কি প্রবাসীদের ঘরে ফেরার আয়োজন…?
ওমানের সকল প্রদেশের নাগরিকরা প্রথম পর্যায়ের জরিপ প্রক্রিয়াটি সঠিক ভাবে হওয়ার ক্ষেত্রে অবদান রেখেছে। তবে, জরিপ নির্বাচনের জন্য নমুনা সংগ্রহের ক্ষেত্রে পক্ষপাতদুষ্ট এড়ানোর জন্য দ্বিতীয় পর্বে সেই বিষয়টি খেয়াল করে নমুনা নেওয়া হবে বলে জানানো হয়েছে। জরিপে অংশ নেওয়ার জন্য নির্বাচিত ব্যক্তিদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে প্রাথমিক মৌখিক অনুমোদনের জন্য একটি ফোন করা হবে। এরপর সেই নির্বাচিত ব্যক্তিদের ডেমোগ্রাফি তথ্য ও রক্ত পরীক্ষার নমুনা গ্রহণের জন্য লিখিত অনুমোদন দেওয়া হবে। যে ব্যক্তিরা জরিপে অংশ নিবেন তাদের কোয়ারেন্টাইন করার প্রয়োজন নেই। একই সাথে বৈদ্যুতিক ট্র্যাকিং ব্রেসলেট পরতে বাধ্য করা হবেনা বলেও জানানো হয়েছে। সুত্রঃ ওমান ডেইলি
আরো দেখুনঃ ওমান থেকে এবং দেশ থেকে যারা বিশেষ ফ্লাইটের টিকেট পাবেন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post