ওমানে কাজ দেয়ার নাম করে অভিনব প্রতারণার ফাঁদ তৈরি করেছে অসাধু প্রতারক চক্র। এস এম এস এবং অনলাইন বিজ্ঞাপনের মাধ্যমে প্রবাসী ও নাগরিকদের টার্গেট করে প্রতারণা কার্যক্রম চালিয়ে যাচ্ছে তারা।
দেশটির ডিরেক্টরেট জেনারেল অফ ইনকোয়ারিস অ্যান্ড ক্রিমিনাল ইনভেস্টিগেশনস এমনই এক প্রতারণামূলক ফাঁদ শনাক্ত করেছে। বলা হয়, বেশিরভাগ ক্ষেত্রেই তরুণদের লক্ষ্য করে ভুয়া চাকরির বিজ্ঞাপন দিয়ে অর্থ হাতিয়ে নেয়া হচ্ছে।
এ বিষয়ে এক বিবৃতিতে রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, একটি চক্র লোভনীয় মুনাফার কথা বলে নির্দিষ্ট অনলাইন ব্যবসার ফাঁদ ফেলছে। কাওকে কাওকে এসএমএসের মাধ্যমে ভুয়া চাকরির কথা বলে এস এম এস পাঠাচ্ছে। মূলত এসব মেসেজের সাড়া দিলেই তারা নানান কারণ দেখিয়ে অর্থ দাবী করে ভিক্টিমের সাথে প্রতারণা করে। বলা হয়, একবার ওই টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠালে তারা সাথে সাথে অন্য অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করে ভিক্টিমকে ব্লক করে দেয়।
এসব প্রাতরণার বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ জানিয়ে বলা হয়, যে কোনো চাকরির খবর পেলে আগে তার সত্যতা এবং উত্স যাচাই করতে হবে। এবং যে কোনও সন্দেহজনক কার্যকলাপের বিষয় লক্ষ্য করলে তাৎক্ষণিক পুলিশকে জানানোর অনুরোধও জানায় তারা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post