ওমানে সাময়িক সময়ের জন্য কিংফিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ক্রয়-বিক্রয় সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করেছে দেশটির প্রশাসন। আগামীকাল শনিবার (১৫-আগস্ট) থেকে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত প্রায় দুই মাস পর্যন্ত ওমানের কিংফিশ মাছ ধরা নিষেধাজ্ঞা বহাল থাকবে। বর্তমানে মাছের প্রজনন মৌসুম শুরু হওয়ার কারণে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানাগেছে।
আরও পড়ুনঃ প্রবাসীদের বিষয়ে সংসদে যা বললেন প্রধানমন্ত্রী
নিষেধাজ্ঞার সিদ্ধান্তটি বাস্তবায়নের জন্য কৃষি ও মৎস্য মন্ত্রণালয় মাছ সংরক্ষণ ও মজুদের দিকে খেয়াল রাখবে। নিষেধাজ্ঞার বাস্তবায়নের প্রস্তুতি হিসাবে ওমানের উপকূলীয় এলাকাগুলোতে মৎস্য বিভাগের প্রতিনিধিত্বকারীরা জেলে, পরিবহণকারী ও বিভিন্ন সংস্থার সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন গাইডেন্স এবং সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। অন্যদিকে, নিষেধাজ্ঞার সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য এবং লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয় একটি তদারকি কমিটিও গঠন করা হয়েছে। সুত্রঃ ওমান ডেইলি
আরো পড়ুনঃ ক্ষতিগ্রস্ত প্রবাসীরা পাবেন ২০০ কোটি টাকার ঋণ
আরও দেখুনঃ প্রবাস টাইম নিয়ে যা বললেন ওমানের রাষ্ট্রদূত
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post