মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরবর্তী ক্লেন্তান প্রদেশে একটি সড়ক নির্মাণ প্রকল্পে কাজ করার সময় তিন বাংলাদেশি নির্মাণ শ্রমিক দুর্ঘটনার শিকার হয়ে নিহত হয়েছেন। এ ঘটনার পর বাংলাদেশ হাইকমিশন থেকে শোক প্রকাশ করছে এবং শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানিয়েছে।
নিহত ওই তিন বাংলাদেশি প্রবাসী শ্রমিক হলেন, শরীয়তপুরের জাহেদুল খান (পাসপোর্ট নম্বর A03709379), একই জেলার সাজ্জাদ হোসাইন (পাসপোর্ট নম্বর A05347349) এবং পাবনা জেলার মনিরুল ইসলাম (পাসপোর্ট নম্বর A03880842)।
দুর্ঘটনার খবর পাওয়ার পরই হাইকমিশনের পক্ষ হতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে জানা যায়, তারা (প্রকল্প: কাম্পুং জো থেকে কাম্পুং বেলিম্বিং, তানাহ মেরাহ, কেলান্তান পর্যন্ত দানি রোড তৈরি করা) এর আওতায় কাম্পুং মাকা নামক পাহাড়ি এলাকায় সড়ক নির্মাণের নির্মাণ শ্রমিক হিসেবে কর্মরত থাকা অবস্থায় গত ২ নভেম্বর স্থানীয় সময় আনুমানিক ১২টার দিকে আকস্মিক ভূমি ধ্বসের কারণে মাটি চাপা পড়ে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন। পরবর্তীতে ৩ নভেম্বর বাংলাদেশের হাইকমিশনারের নির্দেশনায় কাউন্সেলর (শ্রম) জনাব সৈয়দ শরিফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
তথ্যানুসন্ধানে জানা যায়, মৃত জাহেদুল খান এবং মৃত মো. সাজ্জাদ হোসাইন ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়ায় আসেন এবং মৃত মনিরুল ইসলাম PHN Industry Sdn. Bhd নামক কোম্পানিতে ২০২৩ সালে কলিং ভিসায় মালয়েশিয়ায় আসলেও এপ্রিল মাসে তিনি ওই কোম্পানির অজ্ঞাতসারে অন্যত্র চলে যান। বর্ণিত প্রকল্পে মৃত ব্যক্তিদের নিযুক্তকারী কোম্পানির মালিকের সাথে হাইকমিশনের পক্ষ হতে ধারাবাহিক যোগাযোগের মাধ্যমে মৃত ব্যক্তিগণ অনিয়মিত হওয়া সত্ত্বেও উল্লেখযোগ্য পরিমাণ ক্ষতিপূরণ আদায় করা হয়।
আদায়কৃত ক্ষতিপূরণের অর্থ গত ৯ নভেম্বর কোম্পানির পক্ষ হতে মৃত ব্যক্তিদের পিতা/মাতা/স্ত্রীর ব্যাংক একাউন্টে স্থানান্তর হয় এবং ক্ষতিপূরণের অর্থ প্রাপ্ত ব্যক্তিদের সাথে যোগাযোগপূর্বক অর্থ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করা হয়।
এ অবস্থায় বাংলাদেশ হাইকমিশন কর্তৃক লাশ প্রেরণকারী কাসকেট কোম্পানি ও অন্যান্য কর্তৃপক্ষের সাথে দ্রুততম সময়ে মৃতদেহ দেশে প্রেরণের জন্য চেষ্টা চলছে। মৃত্যুর কারণ সংক্রান্ত ডাক্তারি সনদ, মৃত্যু সনদ, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রাপ্তসহ অন্যান্য আইনগত প্রক্রিয়া শেষে আগামী সপ্তাহের মধ্যে মৃতদেহ তার স্বজনদের নিকট পাঠানো সম্ভব হবে বলে বাংলাদেশ হাইকমিশন প্রত্যাশা করছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post