মালয়েশিয়ার জোহর রাজ্যের কোতা তিঙ্গি এলাকায় একটি অস্থায়ী বসতিতে অভিযান চালিয়ে ২০৩ বাংলাদেশিসহ মোট ২০৭ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বুধবার (৮ নভেম্বর) মধ্যরাতে অভিযান চালানো হয়।
এক বিবৃতিতে ইমিগ্রেশন বিভাগ জানায়, কাজের পারমিটের অপব্যবহার, পরিচয়পত্র ছাড়া অবৈধভাবে অবস্থানসহ বিভিন্ন অপরাধের কারণে তাদের আটক করা হয়েছে। এ সময় অভিবাসীদের বাসস্থান দেয়ার অভিযোগে ৫২ বছর বয়সী স্থানীয় নাগরিককেও আটক করা হয়েছে।
ইমিগ্রেশন বিভাগ আরও জানায়, স্থানীয়দের কাছ থেকে বিভিন্ন অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় পালাতে গিয়ে বেশ কয়েকজন অভিবাসী আহত হয়েছে বলেও জানায় তারা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post