মালয়েশিয়ায় বাংলাদেশি রিক্রুটিং এজেন্টদের নাম পরিবর্তনের জন্য ঘুষ গ্রহণের অভিযোগে স্থানীয় এক নারীকে ৭ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। দেশটির পুত্রজায়ার দুর্নীতি দমন কমিশন (এমএসিসি) এ তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় সময় শুক্রবার (১০ নভেম্বর) সকালের দিকে ওই নারী নির্বাহী কর্মকর্তাকে রিমান্ডে নেয়া হয়।
সূত্রে জানা যায়, ২০ বছর বয়সী ওই নারী কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ হিসেবে কাজ করে আসছিলেন। এরপর বিভিন্ন অভিযোগের ভিত্তিতে সন্দেহভাজন ওই নারী সাক্ষ্য দিতে গেলে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে পুত্রজায়ার এমএসিসি সদর দফতর থেকে তাকে আটক করা হয়।
পুত্রজায়ার দুর্নীতি দমন কমিশনের পরিচালক আজিজুল আহমদ সরকার ওই নারীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, ওই নারী বিদেশি কর্মী ব্যবস্থাপনা সরবরাহকারী একটি সংস্থার সঙ্গে কাজ করতেন। তিনি ২০২৩ সালের জুন থেকে অক্টোবর পর্যন্ত এই কাজে যুক্ত ছিলেন।সন্দেহভাজন ২০ বছর বয়সী ওই নারীকে শুক্রবার সকালে দুর্নীতি দমন কমিশনের দুজন নারী এনফোর্সমেন্ট অফিসার রিমান্ডের আদেশের আবেদনের জন্য আদালতে হাজির করেন।
দুর্নীতি দমন কমিশনের (এমএসিসি) আবেদনের পরিপ্রেক্ষিতে, ম্যাজিস্ট্রেট ইরজা জুলাইখা রোহানউদ্দিন ১৬ নভেম্বর পর্যন্ত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলাটি দুর্নীতি দমন কমিশন আইন ২০০৯ এর ১৬ (এ) (এ) ধারায় তদন্ত করা হচ্ছে বলে মামলার সংশ্লিষ্টরা জানিয়েছেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post