বিয়ানীবাজারের মাথিউরা ইউনিয়নের নালবহর নয়াপাড়া গ্রামে প্রবাসীদের অর্থায়নে নির্মাণাধীন মোহাম্মদীয়া মসজিদের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় গ্রামবাসী। বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে মসজিদ নির্মাণের কাজের অগ্রগতি ও কাজের মানসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদীয়া মসজিদ নির্মাণ কাজ বাস্তবায়ন কমিটির সভাপতি নালবহর গ্রামের মাস্টার বুরহান উদ্দিন সুফি, দক্ষিণ মাথিউরা আরেঙ্গাবাদ গ্রামের বিশিষ্ট মুরব্বি খলিলুর রহমান, আব্দুল মান্নান, আব্দুস ছালাম ও আব্দুল হামিদ, নালবহর গ্রামের আব্দুল ছালাম, নুর উদ্দিন, আব্দুল করিম, আমিমুল এহসান ও নালবহর নয়াপাড়া গ্রামের লুৎফুর রহমানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে মসজিদের নির্মাণ কার্যক্রম সন্তোষজনক ও সকলে মিলে পবিত্র জায়গা মসজিদ নির্মাণে সকলে সঠিকভাবে দায়িত্ব পালন করতে আহবান করেন পরিদর্শনকারীরা।
এসময় মাস্টার বুরহান উদ্দিন সুফি জানান, প্রায় এক একর ভূমির উপর প্রায় অর্ধ কোটি মসজিদটি নির্মাণে ব্যয় হবে। এতে প্রাথমিকভাবে অর্থায়ন করেন নালবহর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মাওলানা মাহবুব উদ্দিন, বাউরভাগ এলাকার যুক্তরাষ্ট্র প্রবাসী মরহুম আব্দুল হাছিব ও মাথিউরা পুরুষপাল গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী ফারুক উদ্দিন এবং তাদের পরিবারবর্গ। পরবর্তীতে নালবহর গ্রামসহ বিভিন্ন এলাকার প্রবাসীরা এই মসজিদটি নির্মাণ কাজে আর্থিক সহযোগিতা করেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post