যাত্রীবাহী বিমানটি তখন উড়ছিল ১৪ হাজার ৫০০ ফুট উচ্চতায়, উড়ন্ত যাত্রীবাহী বিমানটির এক বিমান কর্মী হঠাৎই একটি ভয়াবহ দৃশ্য দেখে চমকে উঠলেন। বিমানের দুটি জানালার কাচই নেই। এর সাথে আরও দুটি জানালা ভালভাবে লাগানো হয়নি। দুর্ঘটনা থেকে বাঁচতে দ্রুত পাইলটসহ অন্যদের জানান তিনি। পরে নিকটবর্তী বিমানবন্দরে জরুরি অবতরণ করতে সক্ষম হয় বিমানটি।
এমনই রোমহর্ষক ঘটনা ঘটে ৪ অক্টোবর। বিমানটি ব্রিটেনের লন্ডনের স্টান্সটেড বিমানবন্দর থেকে আমেরিকার ফ্লোরিডার উদ্দেশে উড্ডয়ন করেছিল। ওই দিন বিমানটিতে ১১ জন বিমান কর্মী ও ৯ জন যাত্রী ছিলেন। তাঁরা অল্পের জন্য প্রাণে রক্ষা পান।
উড়ানের সময় সব যাত্রী বিমানের মাঝখানে বসেছিলেন। টেকঅফ এবং সিট বেল্ট সাইন নিষ্ক্রিয় করার পর এক বিমান কর্মী বিমানের পেছনের দিকে এসে জানালায় কাচ না থাকার বিষয়টি দেখেন। পরে তিনি অন্যদের জানান এবং বিমানবন্দরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
তদন্তে দেখা গেছে, বিমানের জানালায় যে কাচ থাকে সেগুলো দুটি জানালায় ছিল না। আর দুটি জানালার কাচ ঝুলে ছিল। অবশ্য জানালায় কাচ না থাকলেও বিমানের কেবিনে চাপ ঠিক ছিল।
বিমানটি শুটিংয়ের জন্য রানওয়েতে দাঁড়ানো অবস্থায় ছিল। এ সময় সূর্যের আলোর মতো দৃশ্য তৈরির জন্য উচ্চ তাপের লাইট ব্যবহার করা হয়। এই লাইটের তাপের কারণে জানালার কাচের তাপমাত্রা বেড়ে যায় এবং কাচটি ভেঙে যায়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post