ওমানে মহামারী করোনায় নতুন ২৬৩ জন আক্রান্ত ব্যক্তি সনাক্ত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে মঙ্গলবার (১১-আগস্ট) দেশটিতে সুস্থ রোগীর পরিমাণ সাড়ে ৯৩ শতাংশ। ওমানে আজ নতুন ২৬৩ জন আক্রান্ত হলেও গতকালের তুলনায় আজ ৫৬ জন বেশি আক্রান্ত হয়েছে। সেইসাথে গতকালের তুলনায় আজ সুস্থ রোগীর সংখ্যাও অনেক কম। আজ নতুন ৫৯২ জন রোগী সুস্থ হয়েছে। যা গতকাল ছিলো সুস্থ রোগীর সংখ্যা ছিলো ১৪৩৩ জন।
আরো পড়ুনঃ ১২ অগাস্ট বাজারে আসছে করোনার ভ্যাকসিন, দাম পড়বে ২৫৪ টাকা
দেশটিতে আজ আক্রান্ত এবং মৃত্যু দুইটাই ঊর্ধ্বমুখী রয়েছে। ওমানে মোট আক্রান্তের সংখ্যা ৮২,০৫০ জন। এদিকে ওমানে নতুন সুস্থ হয়েছে ৫৯২ জন সহ সর্বমোট সুস্থ ৭৬,৭২০ জন। গত ২৪ ঘণ্টায় নতুন ১২ জনের মৃত্যু সহ মোট মৃত্যু ৫৩৩ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ৪৮ জন। এখন পর্যন্ত হাসপাতালে সর্বমোট চিকিৎসাধীন আছেন ৪৫৮ জন এবং এদের মধ্যে ১৬৪ জনের অবস্থা আশংকাজনক। বর্তমানে এই ১৬৪ জনকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ) তে রাখা হয়েছে। সূত্র : স্বাস্থ্য মন্ত্রণালয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post