ইঁদুর কি মদ পান করে? পৃথিবীর আর কোথাও এমন কিছু ঘটে না থাকলেও, ভারতে তা ঘটতে পারে। কারণ দেশটির মধ্যপ্রদেশের একটি থানার গুদামে থাকা জব্দ করা অবৈধ মদ ইঁদুর খেয়ে ফেলেছে বলে দাবি করেছে পুলিশ। এমনকি এ জন্য একটি ইঁদুরকে ‘গ্রেফতার’ করা হয়েছে এবং প্রমাণ হিসেবে সেটিকে আদালতেও তোলা হবে!
সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, উদ্ভট এ ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের চিন্দওয়ারা জেলার একটি থানায়। যেখানে প্লাস্টিকের বোতলে থাকা অবৈধ মদ জব্দ করে একটি স্টোর রুমে রেখেছিল পুলিশ।
প্রতিবেদনে বলা হয়, জব্দ করা সব মদ আদালতের সামনে হাজির করার সময় সেখানে পুলিশ অন্তত ৬০টি বোতল খালি দেখতে পায়। অনেক ভেবে দিশেহারা পুলিশ সদস্যরা অবশেষে সিদ্ধান্তে পৌঁছান যে, ওই ৬০ বোতল মদ খেয়েছে ইঁদুরে!
পুলিশের মতে, থানা ভবনটি অনেক পুরনো, আর সেখানে প্রায়ই অনেক ইঁদুর ঘুরে বেড়াতে দেখা যায়। এর আগে গুরুত্বপূর্ণ অনেক কাগজপত্রও নষ্ট করছে ইঁদুরের দল।
এদিকে, জব্দ করা মদ খেয়ে ফেলায় ‘অভিযুক্ত’ একটি ইঁদুরকে ‘গ্রেফতার’ করার দাবি জানিয়েছে পুলিশ। শুধু তাই নয়, প্রমাণ হিসেবে ইঁদুরটিকে আদালতেও তোলা হবে! তবে থানায় থাকা মদ খেয়ে ফেলার সঙ্গে কত ইঁদুর জড়িত, তা এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ!
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post