মহামারী করোনাভাইরাস থেকে এখন পর্যন্ত কোনো দেশই সম্পূর্ণরূপে মুক্ত হতে পারেনি, তবে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে যে কয়টি দেশ এগিয়ে আছে, তাদের মধ্যে অন্যতম ওমান। এর পিছনে সবচেয়ে বেশি অবদান রয়েছে দেশটির সুপ্রিম কমিটির। কমিটির সময়োপযোগী সিদ্ধান্ত এবং কঠোর আইনের কারণে এটি সম্ভব হয়েছে বলে মনে করেন দেশটিতে কর্মরত বাংলাদেশী চিকিৎসকরা।
ওমানে আজ (১০-আগস্ট) ১৪৩৩ জন নতুন সুস্থতা নিয়ে করোনায় সুস্থতার হার দাঁড়িয়েছে ৭৬ হাজার ১২৪ জন। সোমবার ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত নতুন পরিসংখ্যানে দেখা গেছে, মোট ৮১ হাজার ৭৮৭ জন দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে, যাদের মধ্যে ৯০ শতাংশের বেশি সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। গতকাল দেশটিতে করোনায় নতুন আক্রান্ত হয়েছেন ২২৩ জন ও মারা গিয়েছেন ৪ জন।
আরো পড়ুনঃ ১২ অগাস্ট বাজারে আসছে করোনার ভ্যাকসিন, দাম পড়বে ২৫৪ টাকা
গত বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের জারি করা একটি প্রতিবেদনে বলা হয়েছে যে, ওমানে দেশটিতে করোনায় আক্রান্ত রোগীর সুস্থতার হার অন্যান্য অনেক দেশের তুলনায় দ্রুত। একই সাথে দেশটির বিভিন্ন হাসপাতাল ও নিবিড় পরিচর্যা কেন্দ্র ইউনিটগুলিতে (আইসিইউ) ভর্তি হওয়ার পরিমাণও অনেকাংশে কমতির দিকে। প্রতিবেদনে বলা হয়েছে, ওমানে মহামারী সংক্রামণের হার জুলাইয়ের আগে অনেক বৃদ্ধি পেলেও জুলাইয়ের শেষের দিকে ধীরে ধীরে কমতে শুরু করেছে।
আরো পড়ুনঃ প্রবাসীদের মরার উপর খাড়ার ঘা
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, বৈশ্বিক ও স্থানীয় মহামারী সংক্রান্ত পরিস্থিতির সাথে তাল মিলিয়ে চলার জন্য গত ২৫ জুলাই দেশটিতে করোনাভাইরাসের সামগ্রিক অবস্থার উপর এই প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে দেশটিতে অনেক রোগী হালকা ও তীব্র নিউমোনিয়া নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। তবে দেশটিতে করোনা সুস্থতার হার অনেক উন্নত। দেশটিতে গত ২৪ ফেব্রুয়ারি ইরান থেকে আসা দুই নাগরিকের করোনা দেখা যায়। ওমানের করোনার বিস্তারিত তথ্য প্রদানকারী মোবাইল এপ্লিকেশন “তারাসুদ” এর দেওয়া তথ্য অনুসারে এখন পর্যন্ত দেশটিতে করোনা পরীক্ষা হয়েছে তিন লাখ ৯ হাজার ২১২ জন।
আরো দেখুনঃ দাত ও মুখের সমস্যায় যা করনীয়
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post