ভূমধ্যসাগরের লিবিয়া উপকূল থেকে ৩০ বাংলাদেশিকে উদ্ধার করেছে ফরাসি দাতব্য সংস্থা এমএসএফ-এর উদ্ধারকারী জাহাজ জিও ব্যারেন্টস। ডক্টর উইদাউট বর্ডারসের উদ্ধারকারী জাহাজের নাবিকরা এই তথ্য নিশ্চিত করেছেন। ইনফোমাইগ্রেন্টস এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার রাত ৮টার দিকে লিবিয়া উপকূলের আন্তর্জাতিক জলসীমায় একটি মোটরচালিত নৌকায় ঝুঁকিতে থাকা ওই বাংলাদেশিদের উদ্ধার করা হয়।
উদ্ধারের পর রুবেল গাজী নামে এক বাংলাদেশি বলেন, এক মাস আগে তিনি বাংলাদেশ থেকে বিমানে বাহরাইন ও ইস্তাম্বুল হয়ে লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে পৌঁছান। একটি কোম্পানিতে কাজের ভিসায় লিবিয়ায় এসেছিলেন। তিনি জানন, সমুদ্র যাত্রার আগে দালালের ‘গেইম ঘরে’ তিন থেকে চার দিন খাবার, পানি ও গোসল নিয়ে অনেক কষ্ট পেয়েছেন।
রুবেল বলেন, লিবিয়া উপকূল থেকে সন্ধ্যা ছয়টার দিকে যাত্রার পর রাত ৯টার দিকে এমএসএফ তাদের উদ্ধার করে। এর আগে কোনো প্রস্তুতি ছাড়াই দালালরা দ্রুত নৌকায় তুলে তাদেরকে ইতালির বারি শহরে উপকূলের দিকে নিয়ে যাচ্ছিলো।
মূলত সেন্ট্রাল ভূমধ্যসাগরই পৃথিবীর সবচেয়ে বড় সলিল সমাধি। তাই বলাই যায়, উদ্ধার হওয়া ওই ৩০ বাংলাদেশি আকস্মিকভাবে প্রাণে রক্ষা পেলেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post