ভারত সরকারের ভান্দে ভারত মিশনের ৫ ম ধাপে ওমান থেকে নতুন আরো ২৩টি ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (১০-আগস্ট) ওমানের একাধিক জাতীয় গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। সংবাদে বলা হয়েছে যে, ফ্লাইটের সময়সূচিতে কোনো পরিবর্তন আসলে ওমানের ভারতীয় দূতাবাস তা নতুন করে জানিয়ে দিবে। “ভান্দে ভারত মিশনের আওতায় আগে চালিত ফ্লাইটের ক্ষেত্রে দূতাবাসের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিমানের যাত্রীদের তালিকা চূড়ান্ত করা হতো। এবারও সেটিই করা হবে। দূতাবাসের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যাত্রীদের তালিকা চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন ওমানে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত।
আরো পড়ুনঃ চলতি মাসে ওমান থেকে বিমানের একাধিক ফ্লাইট
তিনি আরো জানিয়েছেন, “দূতাবাস একটি নির্দিষ্ট ফ্লাইটে যাত্রীদের ভ্রমণ নিশ্চিত করার জন্য অনলাইন ফর্ম পরিচালনা করবে। সেই অনলাইন ফর্মে নিবন্ধিত ব্যক্তিদের দূতাবাস যাওয়ার অনুমতি দিবে। এই অনুমতি পাওয়ার পর ভারতীয় নাগরিক টিকিট বুকিংয়ের জন্য এয়ার ইন্ডিয়ার সাথে যোগাযোগ করতে পারবে।” বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, “অনলাইন ফর্মে নিবন্ধনের পরে যাত্রীরা প্রথমে টিকিট বুক করতে সরাসরি রুই ও ওতাইয়া (ন্যাশনাল ট্রাভেলস, এয়ার ইন্ডিয়ার জেনারেল সেলস এজেন্ট) এয়ার ইন্ডিয়া অফিসগুলিতেও যেতে পারবেন। তবে চিকিৎসা কাজে ওমানে আসা ব্যক্তি, গর্ভবতী মহিলা, সঙ্কটে থাকা শ্রমিক, প্রবীণ নাগরিকদের অগ্রাধিকার দেওয়া হবে।
আরো পড়ুনঃ চারমাসে ওমান ছেড়েছে ২৩ হাজার বাংলাদেশি প্রবাসী
নীচে উল্লিখিত ভারতে ফ্লাইটের শিডিউল যা ওমান থেকে ভান্দে ভারত মিশনের ৫ ম পর্যায়ে ছাড়বে।
১. ১৬ ই আগস্ট – মাসকট টু গোয়া / মুম্বাই,
২. ১৭ ই আগস্ট-মাস্কাট টু তিরুচিরাপল্লি ও মাস্কাট টু কলিকাতা,
৩. ১৮ আগস্ট- মাস্কাট টু লখনৌ ও মাস্কাট টু চেন্নাই,
৪. ২০ আগস্ট- মাস্কাট টু কান্নুর,
৫. ২১ আগস্ট- মাস্কাট টু মুম্বাই,
৬. ২২ আগস্ট- মাস্কাট টু কোচি,
৭. ২৩ আগস্ট- মাস্কাট টু ত্রিভেনড্রাম ও মাস্কাট টু দিল্লি,
৮. ২৪ আগস্ট- মাস্কাট টু বেঙ্গালুরু,
৯. ২৫ আগস্ট- মাস্কাট টু লখনৌ, মাস্কাট টু হায়দারাবাদ, মাস্কাট টু চেন্নাই,
১০. ২৬ আগস্ট- মাস্কাট টু বিজয়ওয়াদা,
১১, ২৭ আগস্ট- মাস্কাট টু কান্নুর,
১২. ২৮ আগস্ট- মাস্কাট টু ত্রিভেনড্রাম,
১৩. ২৯ আগস্ট-মাস্কাট টু মুম্বাই,
১৪. ৩০ আগস্ট- মাস্কাট টু কোচি,
১৫. ৩১ আগস্ট- মাস্কাট টু কালিয়াকোট, মাস্কাট টু তিরুচিরাপল্লি, মাস্কাট টু দিল্লি।
বিশেষ ফ্লাইটের টিকেটের ব্যাপারে বিস্তারিত জানতে নিচের ভিডিওটি দেখুনঃ
ওমান থেকে বিশেষ ফ্লাইটে যেভাবে দেশে আসবেন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post