ওমানে মহামারী করোনায় নতুন আক্রান্তের তুলনায় সুস্থের সংখ্যা ৭গুন বেশি। দেশটিতে আজ (সোমবার) নতুন ২০৭ রোগী সনাক্ত হলেও সুস্থের সংখ্যা ১৪৩৩ জন। তবে দেশটিতে আজ আক্রান্তের সংখ্যা অনেক কমলেও মৃত্যুর সংখ্যা ঊর্ধ্বমুখী রয়েছে। সোমবার (১০-আগস্ট) নতুন ২০৭ জন আক্রান্ত ব্যক্তি সনাক্ত করেছে ওমান স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী নতুন আক্রান্তদের মধ্যে ৪০ জন প্রবাসী এবং ১৬৭ জন ওমানি নাগরিক।
ওমানে মোট আক্রান্তের সংখ্যা ৮১,৭৮৭ জন। এদিকে ওমানে নতুন সুস্থ হয়েছে ১৪৩৩ জন সহ সর্বমোট সুস্থ ৭৬,১২৪ জন। গত ২৪ ঘণ্টায় নতুন ৮ জনের মৃত্যু সহ মোট মৃত্যু ৫২১ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ৫৩ জন। এখন পর্যন্ত হাসপাতালে সর্বমোট চিকিৎসাধীন আছেন ৪৮২ জন এবং এদের মধ্যে ১৭২ জনের অবস্থা আশংকাজনক। বর্তমানে এই ১৭২ জনকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ) তে রাখা হয়েছে। সূত্র : স্বাস্থ্য মন্ত্রণালয়।
আরো পড়ুনঃ ১২ অগাস্ট বাজারে আসছে করোনার ভ্যাকসিন, দাম পড়বে ২৫৪ টাকা
এদিকে বাংলাদেশে হঠাৎ বেড়েছে করোনায় মৃত্যু ও আক্রান্ত। দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৯০৭ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ২ লাখ ৬০ হাজার ৫০৭ জন। এছাড়া আক্রান্তদের মধ্যে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৪৩৮ জন।
সোমবার (১০ আগস্ট) দুপুরে করোনাভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি জানান, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৬৭ জন। মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৫০ হাজার ৪৩৭ জন। এর একদিন আগে রোববার (৯ আগস্ট) দেশে করোনাভাইরাস শনাক্ত হয় আরও ২ হাজার ৪৮৭ জনের দেহে। এছাড়া আক্রান্তদের মধ্যে মৃত্যু হয় আরও ৩৪ জনের।
আরো পড়ুনঃ ওমানে করোনায় সুস্থতার হার ৯০ শতাংশ
এদিকে সোমবার (১০ আগস্ট) সকাল ৯টায় করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৩৪ হাজার ১৩২ জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭ লাখ ৩৪ হাজার ১৩১ জন। সুস্থ হয়েছেন ১ কোটি ২৯ লাখ ৪ হাজার ৫৬১ জন।
আরো দেখুনঃ দাত ও মুখের সমস্যায় যা করনীয়
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post