কাতার বিশ্বকাপের পর থেকে আইপিএল ক্রীড়াক্ষেত্রে ব্যাপক বিনিয়োগ করছে সৌদি আরব। দেশটি নিজেদের ঘরোয়া ফুটবল লিগে ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার জুনিয়র, করিম বেনজেমাদের মতো ফুটবলারদের নিয়ে এসেছে। এবার ক্রিকেটেও বিনিয়োগ করতে আগ্রহী হয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি। ব্লুমবার্গের খবর অনুযায়ী, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বিশাল অংকের বিনিয়োগ করতে চায় তারা।
প্রতিবেদন বলছে, ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগটিতে পাঁচ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে চায় সৌদি আরব, বাংলাদেশি টাকায় অংকটা ৫৫ হাজার ৩৪২ কোটিরও বেশি। পরিকল্পনা অনুযায়ী আইপিএলকে তারা ইউরোপের চ্যাম্পিয়ন্স লিগের ধাঁচে কয়েকটি দেশে ছড়িয়ে দিতে চায়।
জানা গেছে, জনপ্রিয় লিগটির একাধিক মালিকপক্ষের সঙ্গে আলোচনা করেছেন সৌদির প্রিন্স মোহাম্মদ বিন সালমানের উপদেষ্টারা। আইপিএলকে ৩০ বিলিয়ন মার্কিন ডলারের হোল্ডিং কোম্পানিতে পরিণত করার প্রস্তাব দিয়েছেন তারা। সেখানেই সৌদি আরবের পাঁচ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের শেয়ার থাকবে।
বিষয়টি নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নিচ্ছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। লোকসভা নির্বাচনের পরে এ বিষয়ে আলোচনা করা হতে পারে বলেও প্রতিবেদনে জানানো হয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post