পিরোজপুরের ইন্দুরকানীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রবাসী আব্দুর রব হাওলাদার খুন হয়েছেন। শনিবার সন্ধ্যায় জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে মো. জাকির হোসেন বাদী হয়ে রোববার ইন্দুরকানী থানায় ৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।
স্থানীয়দের ভাষ্য, গত বুধবার উপজেলার দক্ষিণ ইন্দুরকানী গ্রামে সুপারীর বাগান নিয়ে প্রবাসী হেমায়েত উদ্দিন শেখ ও তার ছেলে এবং আরেক প্রবাসী আব্দুর রব হাওলাদারের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও মারধরের ঘটনা ঘটে। এতে আব্দুর রব হাওলাদার (৫৫) গুরুতর আহত হয়। তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বৃহস্পতিবার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
নিহতের ছেলে মো. জাকির হোসেন হাওলাদারের অভিযোগ, তার বাবাকে হেমায়েত ও তার ছেলেরা পিটিয়েছে। হাসপাতালে ভর্তির তিন দিন পর মারা যান তার বাবা। তিনি তার বাবার হত্যাকারীদের বিরুদ্ধে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।
অভিযুক্ত হেমায়েত উদ্দিন শেখের ছেলে প্রবাসী বশীর উদ্দিন দাবি করেন, আব্দুর রব হাওলাদারের সঙ্গে তাদের কথা–কাটাকাটি হয়েছে। তিনি এক দিন হাসপাতালে ভর্তি ছিলেন। বাড়িতে আসার পর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যায়। হার্টফেল করে মারা গেছেন বলে দাবিও তার।
ইন্দুরকানী থানার ওসি মো. আল মামুন জানান, প্রবাসীর লাশ ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের ছেলে জাকির হোসেন বাদী হয়ে তার বাবার হত্যায় লিখিত অভিযোগ করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post