ওমানে মহামারী করোনায় রবিবার (৯-আগস্ট) নতুন ২২৩ জন আক্রান্ত ব্যক্তি সনাক্ত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী নতুন আক্রান্তদের মধ্যে ৭৫ জন প্রবাসী এবং ১৪৮ জন ওমানি নাগরিক। দেশটিতে আজ আক্রান্ত এবং মৃত্যু দুইটার সংখ্যা -ই নিম্নমুখী।
ওমানে মোট আক্রান্তের সংখ্যা ৮১,৫৮০ জন। এদিকে নতুন সুস্থ হয়েছে ১২১০ জন সহ সর্বমোট সুস্থ ৭৪,৬৯১ জন। গত ২৪ ঘণ্টায় নতুন ৪ জনের মৃত্যু সহ মোট মৃত্যু ৫১৩ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ৪৪ জন। এখন পর্যন্ত হাসপাতালে সর্বমোট চিকিৎসাধীন আছেন ৪৮৮ জন এবং এদের মধ্যে ১৭১ জনের অবস্থা আশংকাজনক। বর্তমানে এই ১৭১ জনকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ) তে রাখা হয়েছে। সূত্র : স্বাস্থ্য মন্ত্রণালয়।
ওমানে এখন সুস্থতার হার ৯০ শতাংশের ও বেশি। দেশটিতে সন্তোষজনকহারে বাড়ছে সুস্থ রোগির সংখ্যা এবং দিনদিন কমছে আক্রান্তের হার।
বিশ্বের দেশে দেশে তাণ্ডব অব্যাহত রেখেছে মহামারি করোনাভাইরাস। বাংলাদেশেও প্রতিদিন আক্রান্ত ও মৃত্যুর তালিকায় যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৪৮৭ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ২ লাখ ৫৭ হাজার ৬০০ জন। এছাড়া আক্রান্তদের মধ্যে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৩৯৯ জন।
রোববার (৯ আগস্ট) দুপুরে করোনাভাইরাস বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি জানান, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৭৬৬ জন। মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৩৭০ জন।
এর একদিন আগে শনিবার (৮ আগস্ট) দেশে করোনাভাইরাস শনাক্ত হয় আরও ২ হাজার ৬১১ জনের দেহে। এছাড়া আক্রান্তদের মধ্যে আরও ৩২ জনের মৃত্যু হয়।
এদিকে রোববার (৯ আগস্ট) সকাল ৯টায় করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে আরও ৫ হাজার ৬১১ জনের প্রাণ কেড়ে নিয়েছে এ ভাইরাস। এ নিয়ে বিশ্বব্যাপী মোট প্রাণ হারিয়েছেন ৭ লাখ ২৯ হাজার ৫৯১ জন। এ সময়ে আক্রান্ত হয়েছেন আরও ২ লাখ ৬২ হাজার ৫২৪ জন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ১৯ কোটি ৮ লাখ ৫ হাজার ২৯২ জন। এছাড়া মোট সুস্থ হয়েছেন ১২ কোটি ৭ লাখ ২১ হাজার ৮৫০ জন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post