ওমানে প্রাকৃতিক দুর্যোগের সময় কোনো ব্যক্তি যদি ঝুঁকিপূর্ণ উপত্যকা (ওয়াদি) পারাপারের চেষ্টা করেন তাহলে তাকে ৫০০ ওমানি রিয়াল ও তিন মাসের কারাদণ্ড দেওয়া হবে বলে জানিয়েছে রয়েল ওমান পুলিশ (আরওপি)। শনিবার মেজর মোহাম্মদ আল হাশামি গ্রীষ্মকালীন ঝড় নিয়ে টাইমস অব ওমানকে দেওয়া সাক্ষাতকারে তিনি জানান, ওমানের বেশিরভাগ এলাকায় ভারী বৃষ্টিপাতের ফলে জলাবদ্ধতা দেখা দিতে পারে। একই সাথে বিভিন্ন উপত্যকা বৃষ্টির কারণে অনেক ঝুঁকিপূর্ণ হয়ে থাকতে পারে। তাই এই সময় উপত্যকা পারাপার একেবারেই উচিত নয়।
আরো পড়ুনঃ ওমানে দুর্যোগ মোকাবেলায় আরওপি’র জরুরী বার্তা
তিনি বলেন, “কোনো ব্যক্তি বর্তমান পরিস্থিতিতে যদি উপত্যকা পারাপারের চেষ্টা করে তাহলে তাকে ৫০০ ওমানি রিয়াল ও তিন মাসের জেল জরিমানা করা হবে। যারা উপত্যকা অতিক্রম করে এবং নিজেকে এবং অন্যদের বিপদ ডেকে আনে তাদের কোনোভাবেই আরওপি ক্ষমা করবে না। তাদের আইনের আওতায় আনা হবে।” আল-হাশামি আরো জানান, “নাগরিক এবং প্রবাসীদের জলবায়ু পরিস্থিতির সকল সুরক্ষা ব্যবস্থা নিতে হবে। একইসাথে দেশটির সরকারী সতর্কতা অনুসরণ করতে হবে।” সুত্রঃ টাইমস অব ওমান
আরো দেখুনঃ দাত ও মুখের সমস্যায় যা করনীয়
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post