আরব সাগরের উত্তর পূর্ব অংশে শুক্রবার সন্ধ্যা বা রাত অবধি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। ফলে নিম্নচাপের কারণে মাস্কাটসহ ওমানের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশটির আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী শুক্রবার সন্ধ্যা বা শনিবার ভোরের দিকে নিম্নচাপ শুরু হতে পারে। এই সময় ওমানের বিভিন্ন এলাকায় মাঝারী ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
“নিম্নচাপের প্রভাবে ওমান জুড়ে বিশেষ করে উপকূলীয় অঞ্চলগুলোতে আগামী ২৪ ঘণ্টায় ৪০ থেকে ১০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হতে পারে বলে জানিয়েছেন পাবলিক অথরিটি অব সিভিল এভিয়েশন (প্যাকডা) ঊর্ধ্বতন কর্মকর্তা নাসের আল ইসমাইলি। আরব সাগরের উপকূলীয় অঞ্চলগুলোতে পাঁচ মিটার উচ্চতর পানি উঠতে পারে বলেও আশংকা করা হচ্ছে। নাসের আল ইসমাইলি আরও বলেন, “আসন্ন পরিস্থিতিতে আমাদের সাবধানতা অবলম্বন করা দরকার। কারণ এই সময় দেশটির বিভিন্ন এলাকায় বন্যার সম্ভাবনা রয়েছে। তিনি সতর্ক করে বলেছেন, উপকূলীয় অঞ্চলজুড়ে পানির উচ্চতা তিন থেকে পাঁচ মিটার অবধি থাকবে।
ইতিমধ্যে, পাবলিক অথরিটি ফর সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স (প্যাকডা) গ্রীষ্মমন্ডলীয় নিন্মচাপ প্রতিকূলতা মোকাবিলায় সকল প্রকার প্রস্তুতি নিশ্চিত করেছে। এক বিবৃতিতে প্যাকডা বলেছে যে, তারা জলবায়ু পরিস্থিতি মোকাবেলার জন্য পরিচালনা কেন্দ্রগুলির সাথে স্ট্যান্ডবাই রয়েছে। এছাড়াও, ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এমন এলাকায় প্যাকডা এরই মধ্যে বিভিন্ন প্রস্তুতি সম্পূর্ণ করেছে।
পাবলিক অথরিটি নাগরিক এবং প্রবাসীদের আসন্ন নিম্নচাপে যে সকল সাবধানতা অবলম্বনের কথা জানিয়েছে তা হলো:
১. বৃষ্টিপাতের সময় উপত্যকাগুলি অতিক্রমের ক্ষেত্রে সর্বাধিক সতর্কতা অবলম্বন করুন।
২. নিচু জায়গা, উপত্যকার স্রোত, বিদ্যুতের খুঁটি থেকে দূরে থাকুন।
৩. মাছধরা নৌকা/ স্পীডবোর্ড নিরাপদ জায়গায় রাখুন।
৪. শিশুদের দিকে খেয়াল রাখুন।
৫. গুজব ছড়ানোর বা প্রচার না করার আহ্বান জানানো হয়েছে।
৬. কর্তৃপক্ষের জারি করা বুলেটিনগুলি অনুসরণ করুন।
আরো পড়ুনঃ প্রবাসীদের মরার উপর খাড়ার ঘা
ওমানের পাবলিক অথরিটি ফর সিভিল ডিফেন্স অ্যান্ড অ্যাম্বুলেন্স (প্যাকডা) পাশাপাশি দেশটির রয়্যাল ওমান পুলিশের পক্ষথেকেও নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। শুক্রবার রাতে আরওপি’র অনলাইনে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে যে, রয়্যাল ওমান পুলিশ (আরওপি) আসন্ন গ্রীষ্মকালীন ঝড় মোকাবেলা করার জন্য তৎপর রয়েছে। ওমানের সকল নাগরিক এবং প্রবাসীদের সুরক্ষা ব্যবস্থা মেনে চলার পরামর্শ দিচ্ছে আরওপি।
বিবৃতিতে আরো বলা হয়েছে, “ওমানের সকল ঝুঁকিপূর্ণ স্থানে আরওপি’র বিশেষ বাহিনী মোতায়েন করা হয়েছে। সকল ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে এবং দ্রুত উদ্ধারকাজের জন্য আরওপি প্রস্তুত রয়েছে। বিশেষকরে নিচু অঞ্চল এবং পাহাড়ি ঢালুর স্থানগুলি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।”
ওমানের পুলিশ সদর দফতরের পক্ষথেকে সার্বক্ষণিক আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রাদেশিক পুলিশ কমান্ডের অপারেশন বিভাগ দেশটির সকল সরকারি বেসরকারি এজেন্সিগুলির সাথে সমন্বয়করে জরুরী পরিস্থিতি মোকাবেলায় একত্রে কাজ করা হচ্ছে।
আরো পড়ুনঃ নিয়মের জালে বন্দী প্রবাসীদের ঋণ
আরওপি’র পক্ষথেকে দেশটির নাগরিক ও প্রবাসীদের নিরাপত্তার জন্য বেশকিছু নির্দেশনা দিয়েছে, যা নিম্নে তুলে ধরা হইলো:
১, করোনা সঙ্ক্রমণ রোধে সুপ্রিম কমিটির নির্দেশনা যথাযথ মেনে চলা।
২, সন্ধ্যার পর চলাচল না করা।
৩, গণমাধ্যমে দেওয়া আবহাওয়া বুলেটিনগুলি অনুসরণ করা।
৪, ক্ষতি হওয়ার আশংকা না থাকে এমন স্থানে যানবাহন রাখা।
৫, বিদ্যুৎ চলে গেলেও যেন কোনো সমস্যা না হয়, আবহাওয়ার আপডেট পেতে সেক্ষেত্রে ম্যানুয়াল ল্যাম্প, ব্যাটারি এবং একটি ব্যাটারি চালিত রেডিও রাখা।
৬, ভারী বর্ষণ ও ঝড়ের সময় অবশ্যই বাড়িতে থাকা।
আরো পড়ুনঃ ওমানে ফ্লাইটের টিকেট এখন হাতের মুঠোয়
৭, পানির স্তর কম থাকলেও উপত্যকাগুলি (ওয়াদি অঞ্চল) অতিক্রম না করা।
৮, কোনও বিদ্যুতের খুঁটি বা বৈদ্যুতিক তারের কাছে না যাওয়া।
৯, কোনো সমস্যা হলে তাৎক্ষনিক ৯৯৯৯ নাম্বারে কল করা।
১০, উদ্ধারকারী দলগুলি না আসা পর্যন্ত নিরাপদ স্থানে অপেক্ষা করা।
১১, বৃষ্টিপাত থামার পরে সাবধানে চলাফেরা করা এবং জলাশয়ে প্রবেশ না করা।
১২, বাচ্চাদের তদারকি করা এবং স্রোতের মতো কোনও বিপজ্জনক জায়গা থেকে তাদের দূরে রাখা।
এছাড়াও, সামুদ্রিক এবং জেলেরা এই জাতীয় আবহাওয়ার সময় সমুদ্র থেকে দূরে থাকতে হবে, আবহাওয়া পরিস্থিতি শান্ত না হওয়া পর্যন্ত তাদের নৌকাগুলি একটি নিরাপদ স্থানে নিয়ে যেতে হবে। যেকোনো আপডেট সম্পর্কে জানতে সার্বক্ষণিক আবহাওয়া অধিদপ্তর কর্তৃপক্ষ জারি করা আবহাওয়া বুলেটিন লক্ষ রাখতে অনুরোধ করা হয়েছে। সূত্রঃ ওমান ডেইলি
আরো দেখুনঃ ওমান থেকে বিশেষ ফ্লাইটে যেভাবে দেশে আসবেন
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post