ইসরাইল-হামাস বিরোধ ও চলমান সংঘাতকে কেন্দ্র করে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি। বিমান থেকে টানা বোমা হামলা চালিয়ে আসছে ইসরাইল। এতে গোটা বিশ্ব থেকে প্রতিবাদের ঝড় উঠলেও তোয়াক্কা করছে না ইসরাইল। মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো থেকে তেল আবিবের উপর চাপ বাড়ছে। সরাসরি হামাসের পক্ষ নিয়েছে ইরানও। এমন পরিস্থিতিতে নিজ দেশে সকল ধরনের সাংস্কৃতিক উৎসব বন্ধ ঘোষণা করেছে ওমান। এর আগে নারী দিবস ও স্থগিত করেছিলো ওমান সরকার। সম্প্রতি ওমানে বাংলাদেশি কনসার্টের আয়োজন করা হয়েছিলো, আগামী ৩ নভেম্বর সাংস্কৃতিক এই উৎসবটি হওয়ার কথা থাকলেও তা বন্ধ করে দেওয়া হয়েছে।
এদিকে, ইসরাইলকে কঠোর সতর্ক বার্তা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, ইসরাইল গাজায় যুদ্ধ না থামালে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। ইসরাইলকে সামরিক সমর্থন দেয়ার জন্য যুক্তরাষ্ট্রকেও দোষারোপ করেছেন তিনি।
এদিকে, মধ্যপ্রাচ্যে এমন উত্তপ্ত পরিস্থিতি মধ্যে অতিরিক্ত ৯০০ সৈন্য পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এই সেনাদের মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানের মার্কিন সেনাঘাঁটিতে মোতায়েন করা হয়েছে। বিপরীতে ইরান হুমকি দিয়ে বলেছে, গাজায় যদি ইসরায়েলি হামলা না থামে, তবে যে আগুন জ্বলে উঠবে, তা থেকে যুক্তরাষ্ট্রও বাঁচতে পারবে না।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এমন এক সময়ে এই অতিরিক্ত সেনা পাঠাচ্ছে, যখন হামাস-ইসরায়েল সংঘাতকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছে মধ্যপ্রাচ্য। এরই মধ্যে সিরিয়া, লেবানন থেকে ইসরায়েলে হামলা চালানো হয়েছে। পাল্টা হামলা চালিয়ে জবাব দিয়েছে ইসরায়েলও।
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান গতকাল বৃহস্পতিবার জাতিসংঘের দেওয়া এক ভাষণে যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়ে বলেছেন, ইসরায়েল যদি গাজা উপত্যকায় হামাস ও নিরীহ জনগণের ওপর হামলা চালানো বন্ধ না করে, তবে যে আগুন ছড়িয়ে পড়বে, তা থেকে যুক্তরাষ্ট্র নিজেও বাঁচতে পারবে না।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post