ইতালিতে আনুষ্ঠানিকভাবে শুরু হলো জাতীয় পরিচয়পত্র কার্যক্রম। শুক্রবার রোমের বাংলাদেশ দূতাবাসে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মনিরুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।
রোম দূতাবাসে জাতীয় পরিচয়পত্রের জন্য অনলাইনে ফরম পূরণের সিস্টেম ইতোমধ্যে চালু করা হয়েছে। ২ নভেম্বর থেকে দূতাবাসে আবেদনকারীদের বায়োমেট্রিক তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র জমা নেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু করা হবে।
এসময় দূতাবাসের পক্ষ থেকে প্রবাসী আবেদনকারীদের জানানো হয়, সরকারের নির্দেশনা অনুযায়ী, দূতাবাস থেকে জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের জন্য কোনোরকম ফি নেওয়া হবে না। পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ ফ্রি। এবং আবেদনকারী নিজেই অনলাইনে প্রবেশ করে জাতীয় পরিচয়পত্র ডাউনলোড করে নিতে পারবেন এবং প্রিন্ট করে ব্যবহার করতে পারবেন।
তবে দূতাবাস থেকে জাতীয় পরিচয়পত্রে কোনো সংশোধনের সুযোগ নেই। দূতাবাসে কেবল নতুন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন করা যাবে।
এর আগে রাষ্ট্রদূত উল্লেখ করেন, সরকারের প্রবাসীবান্ধব নীতির অংশ হিসেবে ভোটার নিবন্ধন ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান কার্যক্রম শুরু হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ইতালি সফরকালে ইতালি প্রবাসীদের জন্য উপহার হিসেবে জাতীয় পরিচয়পত্র কার্যক্রম চালু করার ঘোষণা দিয়েছিলেন। এতে খুশী দেশটিতে থাকা প্রবাসীরা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post