প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া প্রেমের পর ধর্ষণ ও ভিডিও ধারণ করে তা বিভিন্ন জনের কাছে পাঠাচ্ছিলেন এক যুবক। পরে ইমরান ফকির নামে ২৭ বছর বয়সী ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে প্রবাসীর স্ত্রী বাদী হয়ে তার পরকীয়া প্রেমিককে আসামি করে ধর্ষণ ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করেন।
জানা যায়, ইমরান ফকির পূর্ব পরিচয়ের সূত্র ধরে প্রবাসীর স্ত্রীর সঙ্গে নিয়মিত মোবাইল ফোনে এবং সাক্ষাতে কথা বলতো। স্বামীর অবর্তমানে ওই বাড়িতে আসা-যাওয়া এবং প্রয়োজনীয় বাজার করে দিত ইমরান। একপর্যায়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে ওই যুবকের পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
গত ১২ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে বাড়িতে গিয়ে ওই গৃহবধুকে ধর্ষণ করে ইমরান। ধর্ষণের ভিডিও গোপনে মোবাইলে ধারণ এবং অন্তরঙ্গ মুহুর্তের বেশকিছু ছবি তুলে রাখে। এরপর থেকেই প্রবাসীর স্ত্রীকে একাধিকবার ধর্ষণ করে সে। প্রবাসীর স্ত্রী সেদিন থেকেই ওই যুবকের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। এ কারণে ইমরান ক্ষিপ্ত হয়ে ধর্ষণের ভিডিও এবং অন্তরঙ্গ মুহুর্তের বেশকিছু ছবি প্রবাসী স্বামী এবং আত্মীয় স্বজনের ইমুতে পাঠিয়ে দেয়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post