ওমানে ৩রা নভেম্বর—জেলহত্যা দিবসে বাংলাদেশিদের জন্য সংগীত উৎসবের আয়োজন করে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে একটি ইভেন্ট ম্যানজমেন্ট কোম্পানি। এই অনুষ্ঠানের প্রচারনায় সম্পৃক্ত হয়ে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানও ব্যাপক সমালোচিত হয়। জেলহত্যা দিবস বাংলাদেশিদের জন্য অত্যন্ত শোকাবহ একটি দিন। দেশে এবং বিভিন্ন দেশের বাংলাদেশ দূতাবাসেও বেশ গুরুত্বের সাথে দিবসটি পালন করা হয়।
এমন একটি স্পর্শকাতর দিনে কনসার্টের আয়োজনের খবরে ক্ষুব্ধ হয়ে ওঠেন দেশটিতে থাকা প্রবাসীরা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি ইয়াসিন চৌধুরী সিআইপি একটি পোস্ট করলে আয়োজক কমিটি ও সংশ্লিষ্টদের টনক নড়ে।
এরপর এসব দাবী ও সংবেদনশীলতা বিবেচনায় নিয়ে মিউজিক্যাল কনসার্টের সময় পিছিয়েছে আয়োজক কমিটি। শনিবার দুপুরে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান সিরাজুল হক প্রবাস টাইমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কনসার্টের আয়োজন সোশ্যাল ক্লাব করেনি। যারা এর আয়োজক রাষ্ট্রদূতের পরামর্শে সেই কোম্পানীকে জেল হত্যা দিবসের কথা জানিয়ে কনসার্টের তারিখ পরিবর্তনের অনুরোধ করা হয়।
এতে আর্থিক ক্ষতির পরেও তারা দূতাবাস ও কমিউনিটির সম্মানার্থে অনুষ্ঠানের তারিখ পরিবর্তনে সম্মত হয়েছে। যদিও আয়োজনের তারিখ পরিবর্তন নিয়ে সোশ্যাল ক্লাবের তরফ থেকে আগে থেকেই আয়োজকদের সাথে আলাপ করা হচ্ছিল, তবে আনুষঙ্গিক জটিলতার কারণে তারিখ পরিবর্তনে দেরি হয়েছে।
কনসার্টের আয়োজক সংস্থাটি বাংলাদেশিদের নয় বলেও জানা গেছে। তাদের তরফ থেকে প্রবাসী বাংলাদেশীদের আগ্রহ বিবেচনায় ৩ নভেম্বরের পরিবর্তে আগামী ৪ নভেম্বর কনসার্টের তারিখ পুনঃনির্ধারন করা হয়। আয়োজকদের দেয়া তথ্য মতে ‘বাংলা মিউজিক কনসার্ট’ ওইদিন সন্ধ্যা ৭ টায় মাস্কাটের হোটেল আল ফালাজ গ্র্যান্ড বল রুমে অনুষ্ঠিত হবার কথা। এতে সংগীতশিল্পী সালমা, মেরি এবং জিয়াউদ্দিন বাদশাহর যোগ দেয়ার কথা রয়েছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post