ইসরাইলি বিমানবাহিনী গাজার উত্তরাঞ্চলে ভূগর্ভস্থ ১৫০টি স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। শনিবার ইসরাইলি সেনাবাহিনীর বরাতে এ তথ্য দিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।
ইসরাইলের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বিমান হামলা চালানো স্থানগুলোর মধ্যে ‘হামলা চালাতে ব্যবহার করা বিভিন্ন সুড়ঙ্গ পথ, ভূগর্ভস্থ যুদ্ধের স্থান এবং ভূগর্ভস্থ অবকাঠামো রয়েছে। এসব হামলায় অনেক হামাস যোদ্ধা নিহত হয়েছে।’
গাজা উপত্যকা এবং ইসরাইলের দক্ষিণাঞ্চলে অবস্থানরত সাংবাদিকরা শনিবার গোলাবর্ষণ এবং বিমান হামলা অব্যাহত থাকার কথা জানান। আলাদা এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী বলেছে, তাদের এক অভিযানে হামাস বিমান হামলার প্রধান আসাম আবু রাকাবা নিহত হয়েছেন।
ওই বিবৃতিতে আরও বলা হয়, ৭ অক্টোবর ইসরাইলে চালানো হামাসের হামলায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ওই হামলা তাদের মধ্যে যুদ্ধের সূচনা করে।
ইসরাইলের দাবি, ৭ অক্টোবর গাজা উপত্যকা থেকে হামাসের চালানো হামলায় কমপক্ষে ১,৫০০ জন নিহত হয়েছে। এছাড়া তারা ২২০ জনেরও বেশি লোককে জিম্মি করেছে।
এদিকে গাজায় হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গাজায় ইসরাইলের হামলায় সাত হাজার ৩০০ জনেরও বেশি ফিলিস্তিনি নাগরিক প্রাণ হারিয়েছেন। এদের বেশিরভাগ বেসামরিক নাগরিক ও শিশু।
https://www.youtube.com/watch?v=R7pYw348nHs
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post