সৌদি প্রবাসী বড় ভাই সাদ্দাম হোসেনকে বিমানে তুলে দিতে যাওয়ার পথে শিক্ষার্থী ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। বিমানবন্দরের উদ্দেশে এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনে ভাইয়ের সঙ্গী হয়ে ঢাকা যাচ্ছিলেন তিনি। কিন্তু বিমানবন্দরে পৌছে ভাইকে বিদায় দেওয়ার সুযোগ তার কপালে জোটেনি। এর আগেই ভৈরব রেলওয়ে জংশনের অদূরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কবলে পড়ে বড় ভাইয়ের সামনেই মর্মান্তিক মৃত্যু হলো তার।
এ ঘটনায় বড় ভাইও গুরুতর আহত হয়েছেন। বিপরীত দিক থেকে আসা চট্টগ্রামগামী কন্টেইনারবাহী মালগাড়ির চাপায় এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেনের তিনটি কেবিন লণ্ডভণ্ড হয়ে যায়। এ ঘটনায় আফজাল হোসেনসহ ২০ জন নিহত এবং শতাধিক মানুষ গুরুতর আহত হয়েছেন।
সোমবার দিবাগত রাত ৯টার দিকে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের সময় এমনটি জানাচ্ছিলেন এক নিকটাত্মীয়। বড় ভাই সাদ্দাম হোসেন গুরুতর আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি জানান, সৌদি প্রবাসী সাদ্দাম হোসেনের ফ্লাইট ছিল সোমবার রাত ৯টায়।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post