ওমানের কর্মস্থলে ছয়তলা থেকে পড়ে নিহত নুরুল আবছারের লাশ দেশে ফেরানো হয়েছে। মৃত্যুর ১০ দিন পর গত বৃহস্পতিবার রাতে গ্রামের বাড়িতে তার লাশ পৌঁছায়। কফিনবাহী অ্যাম্বুলেন্স গ্রামে প্রবেশ করলে স্বজনদের আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে উঠে। শেষবারের মতো এই রেমিট্যান্স যোদ্ধাকে দেখতে ভিড় করেন এলাকার অসংখ্য মানুষ। পরে রাতেই নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। প্রবাসী নুরুল আবছার উপজেলার রাউজান সদর ইউনিয়নের মমতাজুল হকের একমাত্র ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, নুরুল আবছার এক ছেলে ও তিন কন্যার ভবিষ্যৎ চিন্তায় পরিবারের মায়া ছেড়ে বছর কয়েক আগে প্রবাসী হয়েছিলেন। অনেকটা নিঃস্ব পরিবারটির হাল ধরার মত এখন কেউই নেই। কারণ আবছারই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।
এর আগে ছয়তলা ভবনের উপরে রঙের কাজ করতে গিয়ে পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে ওমান পুলিশের সহযোগিতায় নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি ওমানের মাবেলা সানাইয়া অঞ্চলে কর্মরত ছিলেন। তার ছোট্ট শিশুটি এখনো জানেনা তার বাবা সবাইকে ফেলে পরপারে চলে গেছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post