বিভিন্ন দেশে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) ২০২৫ সাল পর্যন্ত রি-ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ এমআরপি রি-ইস্যু কার্যক্রমের মেয়াদ বাড়ানোর কথা জানিয়ে সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব এবং বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালককে চিঠি পাঠিয়েছে।
সেখানে বলা হয়েছে, “বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সুবিধার্থে যুক্তরাষ্ট্রসহ যে সকল বৈদেশিক মিশনে ই-পাসপোর্ট কার্যক্রম চালু রয়েছে সে সকল মিশনে ই-পাসপোর্টের পাশাপাশি মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) রি-ইস্যু কার্যক্রম ২০২৫ সাল পর্যন্ত অব্যাহত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।”
গত ১৬ অগাস্ট ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস এমআরপি রি-ইস্যু কার্যক্রমের মেয়াদ বাড়াতে স্বরাষ্ট্রমন্ত্রীকে আধা-সরকারি পত্র দেয়। এরপর এমআরপি রি-ইস্যু কার্যক্রমের মেয়াদ ২০২৫ সাল পর্যন্ত বাড়ানো সিদ্ধান্ত দিল সরকার।
২০১৫ সালের ২৪ নভেম্বর হাতে লেখা পাসপোর্ট বাতিল করে এমআরপির পাসপোর্ট চালু করে সরকার। ২০২০ সালের ২২ জানুয়ারি ই-পাসপোর্টের যুগে প্রবেশ করে বাংলাদেশ। কিন্তু ই-পাসপোর্ট আসার কয়েক মাসের মধ্যে নতুনভাবে এমআরপি ইস্যু ও রি-ইস্যু কার্যক্রম বন্ধ হয়। ই-পাসপোর্ট করতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাধ্যতামূলক হওয়ায় অনেক প্রবাসী বাংলাদেশি বিপাকে পড়েন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post