হামাস–ইসরায়েল সংঘাতে লেবাননও জড়িয়ে পড়েছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রস্তুত বলে জানিয়েছে। এদিকে ইসরায়েলের সামরিক বাহিনীও সীমান্ত এলাকায় হামলা চালিয়েছে। এবার লেবানন থেকে নিজেদের নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে আমেরিকা, যুক্তরাজ্য ও জার্মানি।
বার্তা সংস্থা এএফপির বরাতে সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট বলছে, বৃহস্পতিবার লেবাননে অবস্থানরত নিজেদের নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ দিয়েছে বৈরুতে অবস্থিত আমেরিকা, যুক্তরাজ্য ও জার্মানির দূতাবাস। এ সময় জানানো হয়, ফ্লাইট চলবে।
ফিলিস্তিন ও ইসরায়েলের সীমান্তবর্তী দেশ লেবানন। এ কারণে যুদ্ধের প্রভাব পড়ছে দেশটিতে। এবার এই ঘোষণার কারণে লেবাননে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এর আগে সংঘাত শুরুর পরই নাগরিকদের লেবানন ভ্রমণে নিষেধ করে আমেরিকা ও যুক্তরাজ্য। তবে এবার ফ্লাইট চালু করা হয়েছে।
এদিকে গাজায় ইসরায়েলের বাহিনীর হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৭৮৫ জনে। এদের মধ্যে দেড় হাজারের বেশি শিশু।
https://www.youtube.com/watch?v=R7pYw348nHs&t=17s
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post