দীর্ঘ দিন পর মধ্যপ্রাচ্যের দেশ লিবিয়ার শ্রমবাজারের দ্বার উন্মোচিত হতে যাচ্ছে। দেশটিতে বাংলাদেশি শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতকরণে উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। ২৫ অক্টোবর লিবিয়া ও বাংলাদেশের মধ্যে জনশক্তি রফতানি সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে যাচ্ছে। ত্রিপলীতে দেশটির শ্রমমন্ত্রী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ স্ব স্ব দেশের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করবেন।
অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, লিবিয়ার সাথে দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক বাংলাদেশি শ্রমিকদের জন্য বড় সাফল্য নিয়ে আসবে। কারণ দেশটি বাংলাদেশের জন্য একটি উপযুক্ত শ্রম বাজার।
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মনিরুছ সালেহীন বলেন, মধ্যপ্রাচ্যের দেশ লিবিয়ায় বাংলাদেশি শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতকরণে সরকার বাস্তবমুখী উদ্যোগ নিতে যাচ্ছে। এ ব্যাপারে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এছাড়া ইউরোপের বিভিন্ন দেশে ঢুকার ট্রানজিট হিসেবে লিবিয়াকে ব্যবহার না করার ক্ষেত্রেও উভয় দেশ একমত হবে। ভিজিট ভিসার নামে অবৈধভাবে ইউরোপ গমনের নেশায় কেউ যাতে লিবিয়ায় প্রবেশ না করে সে ব্যাপারে বাংলাদেশ ও লিবিয়া কর্তৃপক্ষ একমত পোষণ করেছে। সচিব বলেন, সমঝোতা স্মারক স্বাক্ষরের পর দেশটিতে বাংলাদেশি শ্রমিক যাওয়ার সংখ্যা বাড়বে।
এদিকে, দালাল চক্র ইউরোপে পাঠানোর নামে বাংলাদেশি যুবকদের ভিজিট ভিসার মাধ্যমে লিবিয়া নিয়ে আটকে রেখে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। আবার ভূ-মধ্যসাগর দিয়ে ঝুঁকি নিয়ে ইউরোপে পাঠানোরও চেষ্টা চালানো হয়। এতে অসংখ্য বাংলাদেশির নিয়মিত সলিল সমাধি হচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post