লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর লক্ষ্যবস্তুগুলোতে হামলা শুরু করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। আজ মঙ্গলবার এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী এ দাবি করেছে বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে বার্তা সংস্থা এএফপি।
বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী লেবাননের ভূখণ্ডে সন্ত্রাসী সংগঠন হিজবুল্লাহর সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে।
গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসারেলের সেনাবাহিনীর মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল-লেবানন সীমান্তেও বিক্ষিপ্তভাবে সংঘর্ষ শুরু হয়। এতে এখন পর্যন্ত লেবাননের কমপক্ষে ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে বেশির ভাগই হিজবুল্লাহর সদস্য। তবে নিহতদের মধ্যে বার্তা সংস্থা রয়টার্সের এক সাংবাদিক ও দুজন বেসামরিক নাগরিকও রয়েছেন। অন্যদিকে ইসরায়েলের দুই সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননের হিজবুল্লাহর প্রতি ইরানের সমর্থন রয়েছে। হিজবুল্লাহ হামাসের ঘনিষ্ঠ মিত্র হিসেবেও পরিচত। এ কারণে বিশেষজ্ঞরা ধারনা করছেন, ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে এই যুদ্ধে হামাসের সঙ্গে হিজবুল্লাহও জড়িয়ে পড়তে পারে।
এদিকে গতকাল সোমাবার লেবানন থেকে ক্ষেপণাস্ত্র এসে পড়ছে ইসরায়েল ভূখণ্ডে। এর পরপরই লেবানন সীমান্তের অন্তত ২৮টি এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিতে শুরু করে ইসরায়েল। এরপর আজ মঙ্গলবার সকালে হিজবুল্লাহর ওপর হামলা শুরু করার খবর জানাল ইসরায়েল।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, গাজায় ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি নিহত বাড়ছেই। সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এ পর্যন্ত গাজায় ২ হাজার ৭০০ জনের বেশি ফিলিস্তিনি মারা গেছেন। অন্যদিকে ১ হাজার ৩০০ জনের বেশি ইসরায়েলি নিহত হয়েছেন।
এ ছাড়া ইসরায়েলে হামলা চালিয়ে মোট ১৯৯ জনকে অপহরণ করেছে হামাস। সোমবার এক সংবাদ সম্মেলনে ইসরায়েল সেনাবাহিনীর এমনটি জানায়। সংবাদ সম্মেলনে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, ‘আমরা এখন পর্যন্ত ১৯৯ জন অপহরণ হওয়ার খবর জানতে পেরেছি।’
https://www.youtube.com/watch?v=R7pYw348nHs&t=17s
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post