নির্যাতিত ফিলিস্তিনি জনগনের সাথে সংহতি প্রকাশ করে পূর্বনির্ধারিত ওমানি নারী দিবসের সকল কার্যক্রম স্থগিত করেছে ওমান। দেশটির সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের তরফ থেকে এক বিবৃতির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনিদের সাথে একাত্মতা প্রকাশের সাথে সাথে গাজা উপত্যকার উদ্বেগজনক পরিস্থিতি চলার সময়ে নারী দিবসসহ সমসাময়িক সব ধরণের কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। পাশাপাশি বিপর্যয়ের মধ্যে থাকা ফিলিস্তিনিদের নিরাপত্তা এবং বিজয়ের জন্য প্রার্থনা জানানো হয়।
দেশের সামগ্রিক উন্নয়নে নারীদের অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিবছর ১৭ অক্টোবর ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে ওমানি নারী দিবস উদযাপন করা হয়। সে মোতাবেক মঙ্গলবার এই দিবস উদযাপনের কথা ছিলো।
এদিকে গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে গাজায় অবিরাম হামলা চালিয়ে এখন পর্যন্ত ২ হাজার ৬৭০ জনেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। প্রতিবাদে অন্যান্য দেশের মত ওমানজুড়েও ব্যাপক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এছাড়া চলমান সংঘাত নিরসনে পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি মিসর সিরিয়াসহ সমমনা রাষ্ট্রগুলোর সাথে সর্বাত্মক আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post