ইসরায়েলে হামাসের হামলার ঘটনায় পশ্চিমা দেশগুলো মালয়েশিয়াকে নিন্দা জানাতে চাপ দিচ্ছে, কিন্তু মালয়েশিয়া সেই চাপের মুখে মাথা নত করবে না বলে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম অটল অবস্থান ঘোষণা করেছেন। সোমবার (১৬ অক্টোবর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
সোমবার মালয়েশিয়ার সংসদে আনোয়ার ইব্রাহিম বলেছেন, বিভিন্ন বৈঠকে হামাসের প্রতি নিন্দা জানাতে পশ্চিমা ও ইউরোপীয় দেশগুলো মালয়েশিয়াকে বারবার চাপ দিচ্ছে। তবে আমি বলেছি যে নীতিগতভাবে হামাসের সঙ্গে আগে থেকেই আমাদের সম্পর্ক রয়েছে। আর তা অব্যাহত থাকবে।
তিনি বলেন, আমরা তাদের এমন মনোভাবের সঙ্গে একমত নই। কারণ হামাস গাজায় অবাধ নির্বাচনে বিজয়ী। গাজাবাসী তাদের নির্বাচিত করেছে।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মালয়েশিয়া দীর্ঘকাল ধরেই ফিলিস্তিন ইস্যুতে বেশ সোচ্চার। ইসরায়েল ও ফিলিস্তিন সংঘাত নিরসনে তারা দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে। এমনকি ইসরায়েলের সঙ্গে দেশটির কোনো কূটনৈতিক সম্পর্কও নেই।
অতীতে বিভিন্ন সময়ে হামাসের শীর্ষ নেতারা প্রায়ই মালয়েশিয়া সফর করে দেশটির প্রধানমন্ত্রীদের সঙ্গে দেখা করেছেন। ২০১৩ সালে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক হামাসের আমন্ত্রণে ইসরায়েলি অবরোধ সত্ত্বেও গাজা সফর করেছিলেন।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post