আনন্দঘন পরিবেশে ওমানের খাসাব অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ই-পাসপোর্ট সহ কনস্যুলার সেবা দিয়েছে বাংলাদেশ দূতাবাস। ১৩ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত এই কনস্যুলার সেবা দেয়া হয়। এবারের কনস্যুলার টিমের নেতৃত্ব দিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নাজমুল ইসলাম। ওমানের বিচ্ছিন্ন ভূখণ্ড থেকেও দূতাবাসের এমন সেবা পেয়ে বেশ উচ্ছ্বসিত প্রবাসীরা।
এবারের ট্যুরে ৮০ টি ই- পাসপোর্ট ডেলিভারি, নতুন ৭৬ টি ই-পাসপোর্ট , ৮ টি এম আর পি এনরোলম্যান্ট, ১০ টি ডকুমেন্টস সত্যায়ন, একাধিক আইনি পরামর্শ প্রদান করা হয়। এছাড়া কমিউনিটির বিশিষ্টজনদের সাথে মতবিনিময় করেন রাষ্ট্রদূত। সাথে পাসপোর্ট ও ভিসা উইং এর কাউন্সিলর রওশন আরা পলিসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় কমিউনিটির পক্ষ থেকে খাসাব প্রবাসীদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন কমিউনিটির খাদেম মুহাম্মদ শরীফুল ইসলাম, আলহাজ্জ আহমেদ হোসেন চৌধুরী ও আবু বকর সিদ্দিক। পরে সকল সমস্যার আশু সমাধানের আশ্বাস দেন রাষ্ট্রদূত।
পাসপোর্ট কাউন্সিলর রওশন আরা পলি তার বক্তব্যে প্রবাসীদেরকে ব্যংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত করার পাশাপাশি হুন্ডির ভয়াবহ পরিণতি উল্লেখ করেন। সবশেষ প্রতি তিনমাস অন্তর এই সেবা চলমান রাখার আশ্বাস দেন রাষ্ট্রদূত।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post