বিদেশ থেকে ওমানে আগত প্রবাসীদের বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে জানিয়েছেন দেশটির বিমানবন্দরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। মঙ্গলবার (২৮-জুলাই) তিনি বলেন , “যে প্রবাসীরা কেবল ওমানে আসবেন তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারান্টিনে থাকার দরকার নেই। তারা সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের সময় হোম কোয়ারান্টিনের অংশ হিসাবে তাদের বাড়িতে থাকতে পারবেন।”
আরো পড়ুনঃ ওমানের মর্গে পড়ে আছে বাংলাদেশির লাশ, খোঁজ নেই পরিবারের
তিনি আরো বলেন,”সতর্কতামূলক পদক্ষেপের মধ্যে রয়েছে নিজ বাড়ীতে হোম কোয়ারেন্টাইনে থাকা। পরিবারের সদস্যদের সাথে মেলামেশা না করা, খাওয়া, সরঞ্জাম ও কাপড় ব্যবহারের সময় সুরক্ষা এবং স্বাস্থ্য পদ্ধতি অনুসরণ করা ইত্যাদি।” তিনি আরও নিশ্চিত করেছেন যে “ওমানে আগত প্রবাসীদের আগমনের আগে তারাসুদ প্লাস অ্যাপ্লিকেশনটি ডাউনলোড এবং নিবন্ধন প্রক্রিয়া শুরু করার পাশাপাশি কোয়ারানটাইন চলাকালীন ৫রিয়াল মুল্য দিয়ে ট্র্যাকিং ব্রেসলেট ক্রয় করে পরতে হবে।”
আরো দেখুনঃ ওমানের বিশেষ ফ্লাইট প্রসঙ্গ
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post