ওমানে লকডাউনে সকল পরিবহণের ট্রানজিট পারমিটের প্রয়োজন নেই বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৮-জুলাই) ওমান নিউজ এজেন্সি থেকে জানানো হয়েছে যে, দেশটিতে পানির গাড়ি ও রান্নার গ্যাস সরবরাহকারী ট্রাকগুলির ট্রানজিট পারমিট ছাড়াই লকডাউন সময় চলতে পারবে। প্রাথমিক পরিষেবা ও পণ্যের ধারাবাহিকতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিম্নলিখিত শর্তগুলি পূরণ করে এমন ট্রাকগুলিকে অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে:
গভর্নরদের মধ্যে চলাচলে পণ্য পরিবহনকারী ৩টন বা তার অধিক ওজনের ট্রাকের জন্য ২৪ ঘণ্টা চলাচলের অনুমতি দেওয়া হবে। এইসব ট্রাকের জন্য ট্রানজিট পারমিটের প্রয়োজন নেই। তবে ট্রাক চালক ব্যতীত অন্যকেউ গাড়িতে উপস্থিত থাকতে পারবে না বলে জানানো হয়েছে।
আরো পড়ুনঃ ওমানের মর্গে পড়ে আছে বাংলাদেশির লাশ, খোঁজ নেই পরিবারের
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post