সৌদি আরব ইসরাইলের হামলায় ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতি নিয়ে উদ্বিগ্ন। এই উদ্বেগ প্রকাশ করে সৌদি আরব যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে যে, এই পরিস্থিতি নিয়ন্ত্রণে না নিলে তা আরও ভয়াবহ রূপ নিতে পারে।
সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে আলোচনায় বলেছেন, ইসরাইলের হামলায় ফিলিস্তিনিদের প্রাণহানি ও সম্পদহানির ঘটনা অত্যন্ত দুঃখজনক। তিনি যুক্তরাষ্ট্রকে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে এবং ইসরাইলি হামলায় বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আহ্বান জানান।
আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে আরও বলা হয়, ফিলিস্তিন-ইসরাইল পরিস্থিতি যেন আরও সহিংস না হয়ে ওঠে, সে জন্য উদ্যোগ নেয়ার ওপর জোর দেন ফয়সাল বিন ফারহান। তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বলেন, রিয়াদ ফিলিস্তিনের নিরস্ত্র বেসামরিক নাগরিকদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করার নিন্দা জানায়।
এর আগে, মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চলমান পরিস্থিতি শান্ত করার জন্য তারা সৌদি আরব ও জর্ডানের সঙ্গে আলোচনা করেছে।
শনিবার ( ৭ অক্টোবর) ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরাইলে ব্যাপক রকেট হামলা চালায়। এছাড়াও হামাসের সশস্ত্র যোদ্ধারা ইসরাইল নিয়ন্ত্রিত ভূখণ্ডে ঢুকে পড়ায় ইসরাইলি সেনাদের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়। সর্বশেষ তথ্যানুযায়ী, এ সংঘাতে এখন পর্যন্ত ৩০০ ইসরাইলি নিহত হয়েছেন। আর আহত হয়েছেন দেড় হাজার, যার মধ্যে অন্তত ২৭০ জনের অবস্থা আশঙ্কাজনক। এর জবাবে গাজা উপত্যকায় পাল্টা হামলা চালিয়েছে ইসরাইল সেনারা।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলের বিমান হামলায় গাজায় কমপক্ষে ২৩২ জন নিহত হয়েছেন। এ সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ হামলায় আহত হয়েছেন ১ হাজার ৬৯৭ জন, যার বেশিরভাগের অবস্থাই গুরুতর।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post