যাত্রীদের সাহায্য করার আড়ালে সোনা চোরাচালানের সময় শুভেচ্ছা নামে সেবা দেওয়া বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালয়ন। ওই ব্যক্তিকে পাওয়ার ব্যাংকের ভেতরে লুকানো ১১ পিস স্বর্ণের বারসহ হাতেনাতে আটক করা হয়। জব্দ করা স্বর্ণের ওজন এক হাজার ২৭৬ গ্রাম।
আটক ব্যক্তির নাম মো. রাজু। তিনি শুভেচ্ছা নামে ওই প্রতিষ্ঠানের সিনিয়র কাস্টমার রিপ্রেজেনটেটিভ। তিনি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার বাসিন্দা।
বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, রাজুর গতিবিধি সন্দেহজনক বলে মনে হয় গোয়েন্দাদের। তাকে এক নম্বর লাগেজ বেল্টের কাছে টয়লেটে প্রবেশ করতে দেখা যায়। একই সঙ্গে সেখানে যাত্রীদের সঙ্গে কোনো কিছু বিনিময় করে বলেও সন্দেহ করা হয়। পরে অ্যারাইভাল কনকোর্স হলের প্রক্ষালন কক্ষের সামনে থেকে তাকে আটক করা হয়।
এসময় তাকে আর্মড পুলিশের অফিসে এনে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়। তল্লাশি শেষে পাওয়ার ব্যাংকের ভেতর থেকে ১০টি এবং পকেট থেকে একটি সোনার বার পাওয়া যায়।
জিজ্ঞাসাবাদে রাজু জানান, দুবাই থেকে আসা যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণের বার নিয়েছেন তিনি। এর বিনিময়ে তাকে ‘খুশি করে’ দেয়া হবে বলে জানায় পাচারকারীরা।
তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান বিমানবন্দরের এই পুলিশ কর্মকর্তা।
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post