ওমানে গত ৫বছরের তুলনায় রেকর্ড সংখ্যক হারে কমছে প্রবাসীদের সংখ্যা। বর্তমানে দেশটির মোট জনসংখ্যার ৪০ শতাংশেরও কম সংখ্যক রয়েছে প্রবাসী। গত পাঁচ বছরে এটিই প্রথম। জাতীয় পরিসংখ্যান ও তথ্য কেন্দ্রের তথ্য অনুসারে, ২৭ জুলাই ওমানে মোট জনসংখ্যা ৪৫ লাখ ৩৬ হাজার ৯৩৮ জন। বর্তমানে দেশটিতে বিদেশি নাগরিকের সংখ্যা ১.৮১ মিলিয়ন ও ওমানি নাগরিকের সংখ্যা ২.৭২৫ মিলিয়ন। যা মোট জনসংখ্যার ৩৯.৯ শতাংশ প্রবাসী। গত পাঁচ বছরে সর্বাধিক সংখ্যক প্রবাসী কমেছে দেশটিতে। গত ২৬ এপ্রিল দেশটিতে প্রবাসীর সংখ্যা ছিলো ৪৬ শতাংশ। সোমবার (২৭-জুলাই) দেশটির জাতীয় গণমাধ্যম টাইমস অব ওমানে এমন সংবাদ প্রচার করেছে।
এনসিএসআইয়ের দেওয়া তথ্যে দেখায় যে, গত একমাসে প্রায় ৪৫ হাজার প্রবাসী বিভিন্ন কারণে ওমান ছেড়েছে। দেশটির মাসিক পরিসংখ্যান বুলেটিন অনুসারে, জুনের শেষে দেশে মোট জনসংখ্যা ছিল ৪৫ লাখ ৭৮ হাজার ১৬ জন সেখানে জুলাইয়ে এসে দাঁড়িয়েছে ৪৫ লাখ ৩৬ হাজার ৯৩৮ জন। মে ও জুনের শেষ দিকে দেশটিতে প্রবাসীর সংখ্যা কমেছে প্রায় ৩৭ হাজার। মে মাসের শেষে দেশটিতে প্রবাসী জনসংখ্যা ছিলো ১৮ লাখ ৯৫ হাজার ৯৮৬ জন যা জুনের শেষে এসে দাঁড়িয়েছে ১৮ লাখ ৫৮ হাজার ৫১৬ জন।
আরো পড়ুনঃ ওমান প্রবাসীদের উদ্দেশ্যে রাষ্ট্রদূতের জরুরী আহবান
পর্যবেক্ষক বিশ্লেষণ অনুসারে, গত বছর ২২ ডিসেম্বরে ওমানের মোট প্রবাসী জনসংখ্যা ছিলো ১৯ লাখ ৭৪ হাজার ৫৯৮ জন, চলতি বছরে তা কমে জানুয়ারিতে ছিলো ১৯ লাখ ৪২ হাজার ৬৩২ জন, ফেব্রুয়ারিতে ১৯ লাখ ৪৪ হাজার ১৬৪ জন, মার্চ মাসে ১৯ লাখ ৪১ হাজার ৩৬৯ জন, এপ্রিলে ১৯ লাখ ২৫ হাজার ৩১৬ জন, মে মাসে ১৯ লাখ ৩ হাজার ৪৫ জন এবং জুন মাসে এসে দাঁড়িয়েছে ১৮ লাখ ৭৩ হাজার ১৭৩ জন।
গত বছর ২২ মে দেশটিতে প্রবাসী জনসংখ্যা ছিল ২০ লাখ ৩৬ হাজার ৯৮৬ জন যা মোট জনসংখ্যার ৪৩.৫ শতাংশ। যেখানে তার আগের বছর ২০১৮ সালের ২২ মে প্রবাসীর সংখ্যা ছিলো ২০ লাখ ৩৬ হাজার ৯৮৬ জন যা মোট জনসংখ্যার ৪৪.৯ শতাংশ। সুত্রঃ টাইমস অব ওমান
আরও দেখুনঃ ৫জন ওমান প্রবাসী বাংলাদেশী কিডন্যাপের শিকার
প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।
Discussion about this post